• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • করণ জোহরের পাশে বলিউড, চলছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক !

করণ জোহরের পাশে বলিউড, চলছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক !

Film Poster

Film Poster

করণ জোহরের দেশপ্রেম বার্তার পরেও বিতর্ক চলছে অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে। তবে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি সহ

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: করণ জোহরের দেশপ্রেম বার্তার পরেও বিতর্ক চলছে অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে। তবে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি সহ বেশ কয়েকজন তারকা করণের পাশে দাঁড়িয়েছেন। তবে এতকিছুর পরও করণ জোহরের ছবি নিয়ে বিক্ষোভ বাড়ছে।

  তবে করণ জোহরের বার্তার পরেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় এখনও অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।ইটিভি নিউজ বাংলা।

  ২৮ অক্টোবর অ্যয় দিল হ্যায় মুশকিল মুক্তি পেতে চলেছে। কিন্তু মহারাষ্ট্র, গোয়া, গুজরাত ও কর্ণাটকে সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে সিনেমা ওনার্স এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। মঙ্গলবারই নীরবতা ভেঙে মুখ খুলেছিলেন করণ জোহর। এবার করণের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা থেকে চিত্র পরিচালক।

  করণ জোহরের পাশে দাঁড়িয়েছেন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনিও। তিনি জানিয়েছে ছবি যখন সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে, তখন ছবিটি প্রদর্শনে কোনও বাঁধা নেই।

  অভিনেত্রী নাগমা ও খুশবুর মতে করণ জোহর ছবি নিয়ে যখন তাঁর অবস্থান স্পষ্ট করেছেন, তার পরও এই পরিস্থিতি কখনই কাম্য নয়। মুখ খুলেছেন সৃজিত মুখোপাধ্যায়ও। টলিউডের এই পরিচালক জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে দেশকেই আগে রাখা উচিত।

  তবে করণ জোহরের বার্তার পরেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় এখনও অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।

  First published: