Home /News /entertainment /
শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্ক উসকে দিলেন তসলিমা !

শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্ক উসকে দিলেন তসলিমা !

দুবাইয়ে মৃত্যু হল বলিউডের সুপারস্টার শ্রীদেবীর ৷ দুবাই পুলিশের তদন্ত থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, হৃদরোগে নয়, বাথটাবের জলে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর ৷

 • Share this:

  #মুম্বই: দুবাইয়ে মৃত্যু হল বলিউডের সুপারস্টার শ্রীদেবীর ৷ দুবাই পুলিশের তদন্ত থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, হৃদরোগে নয়, বাথটাবের জলে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর ৷ এমনকী, তাঁর রক্তে অ্যালকোহলও পাওয়া গিয়েছে ৷

  শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে ৷ গুঞ্জন শুরু হয়, বনি কাপুরের হঠাৎ মুম্বইয়ে ফিরে আসা নিয়েও ৷ এমনকী, খবরে আসে বেশ কয়েক ঘণ্টা হোটেল রুমে একাও ছিলেন শ্রীদেবী ৷

  শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্ক তুলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিনও ৷ ট্যুইট করে তিনি জানান, ‘একজন সুস্থ, স্বাভাবিক মহিলা দুর্ঘটনার ফলে বাথটবে ডুবে যেতে পারেন?’

  tweet

  First published:

  Tags: Bollywood, Sridevi

  পরবর্তী খবর