#কলকাতা: চলতি বছরের শুরুতে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ছবিটি মুক্তি পায়। মঙ্গলবার সেই ছবি আন্তর্জাতিক মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০-তে সম্মানিত হয়েছে। এই ছবির জন্য আরও একবার সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন, জয়া আহসান। ‘সেরা মূল চিত্রনাট্য’-এর জন্য সম্মানিত হলো ‘রবিবার’। মঙ্গলবার সেই সুসংবাদটি প্রবল আনন্দের সঙ্গে শেয়ার করলেন ‘অতনু ঘোষ’।
সংবাদটি জানিয়ে অতনু তাঁর ফেসবুক হ্যান্ডলে লেখেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-তে ‘রবিবার’ ছবিটি দু’টি সম্মানজনক পুরষ্কার পায়। সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এবং সেরা মূল চিত্রনাট্যের জন্য এই ছবি বিদেশের মাটিতে নিজের স্থান অধিকার করে নিয়েছে। যদিও এই খবরটি কিছু দিন আগেই ঘোষণা করা হয়েছিল। ‘রবিবার’-এর টিম সবাই ট্রফিগুলির অপেক্ষায় ছিলাম। তবে স্পেনে আবার যেহেতু লকডাউন শুরু হয়ে গিয়েছে, তাই সেগুলি এই মুহূর্তে আসবে না। তাই এখনই এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আমার ও আমার তরফ থেকে জয়া আহসান’কে অনেক অনেক শুভেচ্ছা’’।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান অভিনীত ‘রবিবার’-ছবির গল্প হল আরও একবার পুরোনো প্রেমকে নতুন ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা। কী হবে যদি ১৫ বছর পর কোনও এক রবিবার মুখোমুখি হয়ে যায় পূর্ব পরিচিত দু’টি মানুষ? যাঁদের একটা অতীত রয়েছে। এবং আস্তে আস্তে রহস্যে মোড়া এই ছবির উপাদানগুলি গল্প বলার এক ধরণ। ছবির চরিত্র গুলি খুবই সংবেদনশীল। চরিত্র গুলি নিয়ে অবাধ খেলা করেছেন পরিচালক। গল্প বলার এই নতুন ভঙ্গী দিয়েই ছাপ রেখেছেন অতনু ঘোষ।
সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে জয়া আহসান জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ পরিচালক ও তাঁর দর্শকের কাছে। পরিচালক যদি তাঁকে এই চরিত্রের জন্য বেছে না নিতেন তাহলে হয়ত গল্পটা অন্য রকম হত। তিনি অতনু ঘোষ এবং রবিবার’এর টিমকে তাঁর তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ এর আগেও মানুষের সম্পর্কের টানাপোড়ন নিয়ে ছবি বানিয়েছেন। যেগুলি দর্শকের মনে দাগ কেটেছে চিরকাল। যেমন- ‘রূপকথা নয়‘, ‘অংশুমানের ছবি’, ‘এক ফালি রোদ’, ‘ময়ূরাক্ষী’ ইত্যাদি।
Written by : Somosree Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tollywood