corona virus btn
corona virus btn
Loading

ফের বিনোদন জগতে করোনার থাবা! করোনায় মৃত পরিচালক, বয়স হয়েছিল ৬২

ফের বিনোদন জগতে করোনার থাবা! করোনায় মৃত পরিচালক, বয়স হয়েছিল ৬২
Tamil Producer V Swaminathan Passes Away Due to COVID-19

এভাবে করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুতে শোকের ছায়া...

  • Share this:

#চেন্নাই: করোনা সংক্রমণ ধরা পড়ার পর শুরু হয়েছিল চিকিৎসা৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেলেন পরিচালক ভি স্বামীনাথন৷ বয়স হয়েছিল ৬২৷ বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি৷ তাঁর দুই ছেলে রয়েছে যার মধ্যে বড় ছেলের বিয়ে হয় এই অতিমারীর সময়৷

তাঁর প্রয়াণে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে শোকাহত৷ সকলেই শ্রদ্ধা জানিয়েছেন৷ ভি স্বামীনাথনের নিজস্ব প্রোডকশন হাউজ ছিল৷ লক্ষ্মী মুভি মেকার্সের সহযোগী ছিলেন কে মুরালিধরন ও জি ভেনুগোপালও৷ ২ দশকেরও বেশি সময় তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন৷ কমল হাসান, সূর্য, কার্তিক, অজিত, বিজয়ের মতো স্টার তৈরিতে তাঁর অবদান ছিল অনেক৷

অনেকেই ট্যুইট করে পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷ পরিচালক ও দক্ষিণী অভিনেতা মানো বালা লিখেছেন, শকিং..খুবই দুঃখের...আমার ভাল বন্ধু...আত্মার শান্তি কামনা করি৷

অন্য এক পরিচালক লিখেছেন, খুবই খারাপ খবর৷ পরিচালক ভি স্বামীনাথনের মৃত্যু অপূরণীয় ক্ষতি৷ তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে৷ তাঁর আত্মার শান্তি কামনা করি৷

Published by: Pooja Basu
First published: August 10, 2020, 9:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर