#মুম্বই : রানাঘাট স্টেশনের রাণু মণ্ডল ৷ ময়লা কাপড়, রুক্ষ মাথার চুল ৷ কিন্তু গলায় যেন সুরের জাদু ৷ স্টেশনে বসেই দিনরাত আপন খেয়ালে গান গেয়ে চলতেন রাণু ৷ সেই গানই একদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন স্থানীয় কয়েকজন যুবক ৷ ব্যাস রাতারাতি সারা দেশের সেনসেশন হয়ে যান রাণু ৷ তারপর পুরোটা যেন রূপকথার বাস্তবায়ন ৷ হিমেশ রেশমিয়ার নতুন ছবি Happy Hardy and Heer -এ গান গেয়েছেন রাণু মণ্ডল ৷ আগেও সামনে এসেছে সিনেমায় ঠিক যে গানটি ব্যবহার হবে সেটা দেখানো হয়েছে ৷
এবার ফের নয়া চমক ৷ আশিকি ম্যায় তেরি গানটি টিজার লঞ্চেই বাজিমাত করেছিল , আর এবার গোটা গানটাই ইউটিউবে মুক্তি পেল ৷ স্বাভাবিকভাবেই রাণু -র গান শব্দটাই এখন যেকোনও কিছুকে ভাইরাল করে দেওয়ার জন্য যথেষ্ট ৷ আর তাই হয়েছে ৷ গোটা গানের শুরু ও শেষে রয়েছে রাণুর গলার জাদু ৷ দেখে নিন গোটা ভিডিওটি ৷ যা মাত্র ২৪ ঘন্টা হতে না হতেই ৩০ লক্ষে পৌঁছে গেছে ক্লিকে৷
আজ বলিউড, রিয়েলিটি শো থেকে পুজোর থিম সং, সর্বত্র অবাধ বিচরণ তাঁর। কিন্তু সেই ছোট্ট জায়গা থেকে উঠে আসা রাণু কী তাঁর অতীত ভুলেছেন? সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গিয়েছিল কীভাবে তাঁর এক ফ্যান সেলফি তুলতে চাইলে তিনি খারাপ ব্যবহার করছেন ৷
হিন্দিতে রাণু বলেন, "হোয়াট ডু ইউ মিন?" পাশ থেকে রানুর এক সঙ্গী সায় দিলেন, "এরকম করাটা একেবারেই অনুচিত।" রানু প্রশ্ন করলেন, "এগুলো কি? মানেটা কী?" এখানেই শেষ নয় এরপর সংবাদমাধ্যমকেও ব্যাঁকা করে কথা বলতে ছাড়লেন না রাণু মণ্ডল ৷ তিনি লাল শাড়ি পড়ে কোথাও গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে তিনি যে লড়াই করছিলেন সেখান থেকে আজকের যে স্বপ্ন পূরণের দিন হবে সেটা ভেবেছিলেন ৷ এই প্রশ্নের উত্তরে তিনি বলেন তিনি কিছু শুনতে পাননি ৷ আর সেটাও বলেন প্রচণ্ড অহঙ্কার দেখিয়ো কথাটি বলেন ৷
View this post on Instagram
AttitudeFollow @sacred_memes2 #friend #trollsofficial #desimeme #chutiyapanti #dekhbhai #sakhtlaunda #bakchod #chutiya #indianjokes #indianmemes #adultiokes #menwillbemen #bakchodi #rvcjinsta #backchodi #bollywoodmemes #desijokes #dekhpagli #indianmeme #bcbaba #funnyjokes #ranumondal #backbenchers #hindustanibhau #hindustanibhaumeme #salmankhan #biggboss13 #diwali #radhe #tiktok A post shared by @ sacred_memes2 on
এদিকে রাণুকে নিয়ে কথা বলা কোনওভাবেই থামছে না ৷
আরও দেখুন