হোম /খবর /বিনোদন /
সত্যিকারের গোয়েন্দা, তাও আবার কাশ্মীরে! ছায়া ঘেরা অজানা গল্প লিখলেন এএস দুলত

A LIFE IN THE SHADOWS: সত্যিকারের গোয়েন্দা, তাও আবার কাশ্মীরে! ছায়া ঘেরা রহস্যময় অজানা গল্প লিখলেন এএস দুলত

বই প্রকাশের অনুষ্ঠানে লেখক

বই প্রকাশের অনুষ্ঠানে লেখক

A LIFE IN THE SHADOWS: দেশভাগে রক্তাক্ত ছিল তাঁর শৈশব৷ তিনি ছিলেন দিল্লি ও লাহোরে৷ সেখান থেকেই তাঁর নতুন একজন গোয়েন্দা অফিসার হিসাবে যাত্রা শুরু হয়৷

  • Share this:

নয়াদিল্লি: তিনি ভারতের অন্যতম সেরা গুপ্তচর বা গোয়েন্দা বলা চলে৷ ইংরাজিতে যাকে বলা হয় স্পাই মাস্টার৷ তাঁর নাম এএস দুলত৷ তিনিই সম্প্রতি তাঁর নিজের জীবন নিয়ে বই লিখেছেন, নাম দিয়েছেন, ‘এ লাইফ ইন দ্যা শ্যাডো’৷ ইতিমধ্যে তাঁর বই ‘কাশ্মীর: দ্যা বাজপেয়ী ইয়ারস (২০১৪)’ , ‘দ্যা স্পাই ক্রনিকলস: আর অ্যান্ড এডাব্লিউ, আইএসআই অ্যান্ড দ্যা ইলিউশন অফ পিস (২০১৮)’ জনপ্রিয় হয়েছে৷ তৎকালীন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কেরও প্রকাশ ঘটিয়েছে এটি৷

সাধারণত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু জানা যায় না৷ প্রাক্তন এই স্পাই মাস্টার নিজের জীবনের গোপন কথার একাংশ তুলে ধরেছেন এই নতুন বইয়ে৷ এটি একটি অনবদ্য স্মৃতিকথা৷ প্রথমবার জন্য নিজেকে নিয়ে  কথা বলেছেন তিনি৷ বিভিন্ন স্পেস ও টাইমের ব্যবধানে এই গল্প আলাদা আলাদা করে নিজের মতো করে যাত্রা করেছে৷

আরও পড়ুন: রসুন চাষ করে হয়ে উঠুন লাখপতি! জেনে নিন পদ্ধতি

আরও পড়ুন: সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষীরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন

দেশভাগে রক্তাক্ত ছিল তাঁর শৈশব কালের সময়৷ তিনি ছিলেন দিল্লি ও লাহোরে৷ সেখান থেকেই তাঁর নতুন একজন গোয়েন্দা অফিসার হিসাবে যাত্রা শুরু হয়৷ তার পর বিভিন্ন আশ্চর্য মানুষদের সঙ্গে তাঁর দেখা হয়, দেশে বিদেশে নানা অংশে তিনি ঘুরেও বেড়িয়েছেন৷ কাশ্মীর নিয়ে নানারকম মত প্রকাশ করেছেন তিনি৷ রাজনৈতিক ও ব্যক্তিগত মত প্রকাশ করেছেন ৩৭০ ধারা বিলোপ করা নিয়েও৷ ভোপাল থেকে নেপাল, কাশ্মীর থেকে চিন, নানা প্রান্তে ঘুরে বেডি়য়ে তিনি নানা ঘটনা দেখেছেন৷

তাঁর জীবনের ইতিহাস এক আশ্চর্য সততার ইতিহাস৷ লেখক বলেছেন, ‘‘আমি যখন কাশ্মীর: দ্যা বাজপেয়ী ইয়ারস লিখেছিলাম কেউ কেউ বলেছিলেন, একটি হিমশৈলের চূড়ামাত্র, লেখক এর থেকে অনেক বেশি কিছু জানেন৷ এটি সত্যি কথা, কাশ্মীর এক শেষ না হওয়া গল্পের ধারা৷’’

Published by:Uddalak B
First published:

Tags: Kashmir