corona virus btn
corona virus btn
Loading

জন্মদিনে বাবার নাম পাল্টে দিলেন ছেলে আরিয়ান !

জন্মদিনে বাবার নাম পাল্টে দিলেন ছেলে আরিয়ান !
Instagram

ছেলে আরিয়ান যে জন্মদিনে এরকম একটা শুভেচ্ছা পাঠাবে সেটা কখনই ভাবতে পারেননি, শাহরুখ খান ৷ তাই তো জন্মদিনের সকালে একটু

  • Share this:

#মুম্বই: ছেলে আরিয়ান যে জন্মদিনে এরকম একটা শুভেচ্ছা পাঠাবে সেটা কখনই ভাবতে পারেননি, শাহরুখ খান ৷ তাই তো জন্মদিনের সকালে একটু অবাকই হয়েছিলেন তিনি ৷ সেই ছোট্ট আরিয়ান, এত বড় বড় কথা বলতে পারে, তা দেখেই নিজের ইমোশনকে আটকাতে নাকি পারেননি শাহরুখ ৷

অন্যদিকে বাপ কা বেটা আরিয়ান খান, কিন্তু একেবারেই বাবার মতো বিন্দাস ৷ তার আদব-কায়দাতেও সেই বাদশার মেজাজ ৷ তাই তো বাবা শাহরুখের জন্মদিনে পাপা বা ড্যাডি না ডেকে, শাহরুখকে আরিয়ান ডাকলেন ‘বসম্যান’ ! আর সুন্দর শব্দে বাবাকে জানালেন হ্যাপি বার্থডে ৷ তা কী লিখলেন আরিয়ান ?

ইনস্টগ্রামে আরিয়ান বাবাকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘বাচ্চাদের মতো তুমি খেলতে পার ৷ বন্ধুর মতো পরামর্শও দিতে পার ৷ আবার দরকারে আমাদের বডিগার্ড তুমিই ৷ হ্যাপি বার্থডে টু ইউ ৷ আমরা তোমাকে ভালোবাসি, বসম্যান !’

আপাতত, পড়াশুনোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান ৷ কয়েকমাস আগে গৌরি খান ও শাহরুখ নিজে মার্কিনে উড়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন আরিয়ানকে ৷ শোনা গিয়েছে, অভিনয়ের প্রতি শাহরুখ পুত্র আরিয়ানের রয়েছে বেশ আকর্ষণ ৷ তাই মার্কিনেই অভিনেতাও শিখছেন আরিয়ান ৷ অমিতাভের নাতনি নব্যা নভেলির সঙ্গে নাম জুড়িয়ে বার বার নানা গুঞ্জনে আসেন আরিয়ান ৷

First published: November 2, 2016, 3:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर