কলকাতা: বসন্ত রঙের ঋতু, ভালবাসার ঋতু। আর কৃষ্ণনগরে উড়ানের বসন্ত উৎসব রাঙিয়ে দিয়ে যায় গোটা শহর তথা নদিয়া জেলাকে। প্রতি বছরের মতো এ বারও নাচ-গানে-আঁকা-দোল খেলায় শহরের আকাশ রাঙিয়ে দিয়েছে উড়ান আয়োজিত 'কৃষ্ণনগর বসন্ত উৎসব'। প্রখ্যাত বাউল শিল্পী গোলাম ফকির থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল কাঁপানো শিল্পী অনন্যা চক্রবর্তী, বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার, এ বারের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সকলেই।
অনন্যা অবশ্যই একজন বিখ্যাত ফোক আর্টিস্ট। কিন্তু শুধু চেনা গণ্ডিতে আটকে না থেকে বেশ কিছু বলিউড ফিউশন গানের মাধ্যমে মঞ্চ মাতালেন তিনি। তবে এ বছরের বিশেষ আকর্ষণ বাংলাদেশের অন্যতম ব্যান্ড 'বাংলা ফাইভ'। এ মহাযজ্ঞ যেন নবীন-প্রবীণে মিশে দুই বাংলার ভালবাসার বিনিময়ের এক মুহূর্ত। সিনা হাসানের গলায় শোনা গেল 'কনফিউশন', 'রাতের তারা'-এর মতো জনপ্রিয় সব গান।
আরও পড়ুন: মুখ দেখাদেখি একেবারেই বন্ধ! নতুন করে 'প্রাক্তন' শাহরুখকে খোঁচা প্রিয়াঙ্কার
আরও পড়ুন: 'নাটু নাটু' নিয়ে কি গর্বিত হওয়া উচিত? অস্কারজয়ী গান নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনন্যা
শিলাজিৎ মজুমদার মঞ্চে আসতেই উচ্ছ্বাস আটকাতে পারলেন না অনুরাগীরা। 'নৌকা', 'সর্বনাশ', 'সজনী', 'ঝিন্টি', 'যা পাখি'-র সুরে মেতে ওঠেন সকলেই। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে টানা ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানের মাধ্য়মে এক টুকরো শান্তিনিকেতনের সাক্ষী হলেন কৃষ্ণনগরবাসী।
'উড়ান'-এর পক্ষ থেকে অনুপ বিশ্বাস বলেন, "বিগত দুই বছরে কোভিডের কারণে দুই বাংলার বসন্ত উৎসব হয়ে ওঠেনি, তবে এবারে কৃষ্ণনগর বসন্ত উৎসব -সুরে দুই বাংলার আবহ তুলে ধরতে সক্ষম এই উৎসব। তাই আমরা সকলকে এই উৎসবকে আরও রঙিন করে তোলার জন্যে ধন্যবাদ জানিয়েছি। "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।