#কলকাতা:করোনা, লকডাউন, নিউ নর্মাল, সোশ্যাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স এই শব্দগুলোই এখন জীবনের অঙ্গ। তারই মাঝে নতুন কিছু সৃষ্টি করে চলেছেন সৃষ্টিশীল মানুষজন। সেভাবেই এই সময়কে তুলে ধরে কথা ও সুরে আশার আলো দেখাচ্ছেন এই প্রজন্মের দুই তরুণ শিল্পী।
বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী ও সুরকার চিরন্তন বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর, দেশের, বাংলার মানুষের যখন মন ভালো নেই তখনই বাংলার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন তাঁরা। শুভদীপ এর ভাবনা ও কথায় এবং চিরন্তন এর সুরের মেলবন্ধনে রিলিজ হয়েছে পৃথিবীর মন ভালো নেই। রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী দের সঙ্গে গলা মিলিয়েছেন তথাগত, সিসপিয়া, মধুরা, শোভন, অরিত্র ও চিরন্তন স্বয়ং। পৃথিবীর মন ভালো নেই জেনেও তাঁদের আশা ,
' মৃত্যু তো শেষ কথা নয়জীবনের জয় হবে জানিতবু কেন এত সংশয়
চারিদিকে যত হানাহানিসব থেমে যাবে ঠিক দেখোমহামারী মুছে যাবে যবেপৃথিবীর মন ভালো হলেদেখা হবে ঠিক দেখা হবে।জীবনের জয় হবে জানি 'আম পান দুর্যোগের পর এখনো দু মুঠো খেয়ে, মাথার আশ্রয় খুঁজে লড়াই করে চলেছেন বাংলার বহু প্রান্তিক মানুষ। মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বাংলাকে মাথায় রেখে চিরন্তন শুভদীপ এর নতুন লকডাউন প্রজেক্ট 'আছি বাংলার পাশে '। তাদের এই প্রয়াসে সামিল হয়েছেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা। অংশগ্রহণ করেছেন সুরেশ ওয়াদকার, ইন্দ্রাণী সেন, রাঘব চট্টোপাধ্যায় , প্রবুদ্ধ রাহা, অদিতি গুপ্ত, ইমন চক্রবর্তী , ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত ,কার্তিক দাস বাউল ,শম্পা কুন্ডু, তিমির বিশ্বাস, আরশাদ আলি খান, সাশা ঘোষাল , মহিরি বোস, শামা রহমান, আলিফ আলাউদ্দিন, শাহরিয়ার রিফাত , সাবরিনা পরশী সহ দুই দেশের শিল্পীরা। এই ভিডিও নির্মাণে রয়েছেন থানকমানি কুটটি, চিরঞ্জিত চক্রবর্তী, অলকানন্দা রায় , শুভাপ্রসন্ন , সঞ্জয় বুধিয়া, গৌতম ঘোষ, বীথি চট্টোপাধ্যায়, সুবোধ সরকার পূর্ণেন্দু রায়, অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায় ,সোমনাথ কুট্টি ও সংকর্ষণ মুখোপাধ্যায়। জীবনানন্দের কবিতা পাঠ করেছেন শুভদীপ। সঙ্গীত আয়োজনে রয়েছেন দেবর্ষি মুখোপাধ্যায় । রয়েছেন শুভায়ু সেন মজুমদার, সৌম্যজ্যোতি ঘোষ, ইন্দ্রায়ুধ মজুমদার, দীপ শঙ্কর ভট্টাচার্যের মত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা ও। এই উদ্যোগের মাধ্যমে তৈরি করা হয়েছে ত্রাণ তহবিল, যার মাধ্যমে দুর্গত মানুষদের সাহায্য করা হবে। তাইতো তাদের অঙ্গীকার' যদি এ বাংলা দুর্যোগে বেসামালআমরা সবাই আছি বাংলার পাশেযদি এ বাংলা কখনো পীড়িত হয়আমরা সবাই আছি বাংলার পাশে।'
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।