• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • সুস্মিতা আনিস ও মিনার রহমান নিয়ে এসেছেন লকডাউনে নতুন প্রেমের গান

সুস্মিতা আনিস ও মিনার রহমান নিয়ে এসেছেন লকডাউনে নতুন প্রেমের গান

 সেই সময়ই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস এবং মিনার রহমান নিয়ে এসেছেন নতুন একটি প্রেমের গান "আবার বৄষ্টি হবে"।

সেই সময়ই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস এবং মিনার রহমান নিয়ে এসেছেন নতুন একটি প্রেমের গান "আবার বৄষ্টি হবে"।

সেই সময়ই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস এবং মিনার রহমান নিয়ে এসেছেন নতুন একটি প্রেমের গান "আবার বৄষ্টি হবে"।

  • Share this:

#ঢাকা: জীবনে প্রেম আমাদের নানা পরিস্থিতির মোকাবিলা করার শক্তি দেয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও যখন এই করোনা পরিস্থিতি নিয়ে জর্জরিত,ঠিক সেই সময়ই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস এবং মিনার রহমান নিয়ে এসেছেন নতুন একটি প্রেমের গান "আবার বৄষ্টি হবে"।

গানটি বর্তমান মহামারীতে এক যুগলের ভালোবাসার গল্প। এই গানে এমন এক অল্প বয়সী প্রেমিক যুগলের সম্পর্কে বলা হয়েছে যারা মহামারী জনিত কারণে জীবনে একে অপরের থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন এবং পুরনো মধুর মুহূর্তগুলির কথা স্মরণ করে চলেছেন। গানটিতে বেদনার সুর থাকলেও শেষে আশার আলো দেখায় এর মিউজিক ভিডিও। গানটি ঢাকা শহরে  চিত্রায়িত। গানটির কথা ও সুর করেছেন মিনার রহমান। সঙ্গীত আয়োজনে সাজিদ সরকার। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিওর পরিচালক নাহিয়ান আহমেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় তারকা সুনেরা বিনতে কামাল এবং খাইরুল বাসার। সুস্মিতা আনিস জানান,"আমি মিনারের প্রতি কৃতজ্ঞ যে, উনি এতো সুন্দর একটি সময় উপযোগী গান তৈরী করেছেন যেটি সকলের জন্যই কম বেশি হলেও প্রযোজ্য। আপনজনদের থেকে দূরে থাকাটা বড়ই কষ্টদায়ক এবং আমরা সকলেই চাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আশা করি আমাদের ডুয়েট গানটি শ্রোতাদের ভালো লাগবে। অন্যদিকে মিনার রহমান বললেন,"আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে, গানটির ভাবনাগুলোকে শ্রোতারা অনুভব করতে পারবেন।"
Published by:Akash Misra
First published: