• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরে কেটেছে ২৪ দিন তবুও নিজেকে সামলে উঠতে পারেননি তিনি, মানসিক ভাবে তাসের ঘরের মত ভেঙে পড়েছিলেন তিনি

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের এতদিন পরে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে কেমন আছেন? তা জানা গিয়েছে ৷ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত মানসিক যন্ত্রণায় ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর ব্রেকআপ অনেক আগেই হয়েছিল ৷ তবুও সুশান্তের মৃত্যুর খবর পেয়েই যেন তাসের ঘরের মত ভেঙে পড়েছিলেন তিনি ৷

  সুশান্তের মৃত্যুর ২৪ দিন কেটে গেলেও কোনও ভাবেই ভোলা যাচ্ছেনা প্রিয় অভিনেতাকে ৷ সুশান্তের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে ৷ গোটা ঘটনাটি জানতে পারা গিয়েছে অঙ্কিতার বন্ধু আরতি সিং-এর থেকে ৷ এমন ভাবে সুশান্ত সিং রাজপুতকে বিদায় জানাতে হবে তা ভাবা যায়নি ৷ টিভি থেকে বলিউড সাফল্যের এই লম্বা রাস্তা ভাবলেই চোখে জল আসে ৷ আরতি সিং টাইমস ইন্ডিয়াকে জানিয়েছেন এখনও পর্যন্ত অঙ্কিতা লোখান্ডের অবস্থা শোকের আবহ থেকে বেরিয়ে আসতে পারেননি ৷

  বিগবসের প্রাক্তন প্রতিযোগী আরতি জানিয়েছেন তিনি অঙ্কিতার মাধ্যমেই সুশান্তকে চিনতেন বা জানতেন ৷ এর আগে অঙ্কিতা তাঁর ভক্তদের সঙ্গে নানান মুহূর্ত শেয়ার করতেন সেখানে সোশ্যাল মিডিয়ার থেকে অঙ্কিতা এখন অনেক দূরে ৷ অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুতের পরিচয় হয়েছিল জনপ্রিয় টিভি ধারাবাহিক পবিত্র রিস্তাতে অভিনয় করতে করতে পরিচয় হয়েছিল তাঁদের ৷ তারপরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তাঁরা ৷ সেই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দ হয়েছিল ৷

  Published by:Arjun Neogi
  First published: