#মুম্বই: লম্বা বিদ্যুতের বিলে সমস্যায় শুধু সাধারণ মানুষই পড়েন না সেলিব্রিটিরাও নাজেহাল সমান ভাবেই ৷ সম্প্রতি বেশ কয়েকজন বলিউড তারকার লম্বা বিদ্যুতের বিল এসেছে ৷ এরফলে তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিরক্তি প্রকাশ করেছেন ৷ তালিকায় তাপসী পান্নু, হুমা কুরেশি, রেণুকা সাহানের মত তারকারা রয়েছেন ৷ এবার লম্বা বিদ্যুতের বিলে ঝটকা লেগেছে অভিনেতা আরশাদ ওয়ারসিরও ৷ তিনি বিল মেটাতে নিজের আঁকা ছবি ও কিডনি বিক্রি করার পরিকল্পনা করছেন?
Thank you Rachana & @bombaytimes for the article. People please buy my paintings, I need to pay my Adani electric bill, kidneys am keeping for the next bill pic.twitter.com/ycAaSgxGnR
— Arshad Warsi (@ArshadWarsi) July 5, 2020
কেননা এক লক্ষ তিন হাজার টাকার বিদ্যুতের বিলের বড় ঝটকা লেগেছে তাঁর ৷ তিনি একটি খবর শেয়ার করে ট্যুইট করেছেন জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন 'অনুগ্রহ করে আমার আঁকা ছবিগুলি কিনুন আমাকে বিদ্যুতের বিলের টাকা জমা দিতে হবে, আগামী বিদ্যুতের বিলের জন্য কিডনি বিক্রি করতে হবে ৷' হুমা কুরেশির বিদ্যুতের বিল গত মাসে ৬ হাজার টাকা ছিল আর এই মাসে ৫০ হাজার টাকা হয়েছে, ট্যুইট করে হুমা বিরক্তি প্রকাশ করেছেন 'বিদ্যুতের নতুন যুগ আবার কী?
গত মাসে যেখানে ৬,০০০ টাকা ছিল এই মাসে সেটি ৫০ হাজার ৷' তাপসী পান্নুর নামেও লম্বা বিল এসেছিল তিনি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানি ইলেকট্রিসিটিকে ট্যাগ করে ট্যুইট করেছিলেন ৷ রেণুকা সাহানেরও মে মাসে বিদ্যুতের বিল ৫৫১০ টাকা এসেছিল, সেখানে জুনে বিদ্যুতের বিল এসেছিল ২৯,৭০০ টাকা ৷ মে-জুন মাসের বিল একত্রিত করা হয়েছিল সেখানে ৷ তবে এবারের বিল ১,৮০,৮০ টাকা এসেছে কী করে ৫৫১০ টাকার বিল ১,৮০,৮০ টাকা কী করে হয়? প্রশ্ন অভিনেত্রীর ৷