• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কোমায় বাঙালি গিটারিস্ট অঙ্কুর, আর্থিক সাহায্যের আবেদন ইমতিয়াজ আলি, আরমান মালিকদের

কোমায় বাঙালি গিটারিস্ট অঙ্কুর, আর্থিক সাহায্যের আবেদন ইমতিয়াজ আলি, আরমান মালিকদের

হাসপাতালের ICU-তে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাঙালি গিটারিস্ট অঙ্কুর মুখোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে তিনি কোমায় রয়েছেন

হাসপাতালের ICU-তে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাঙালি গিটারিস্ট অঙ্কুর মুখোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে তিনি কোমায় রয়েছেন

হাসপাতালের ICU-তে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাঙালি গিটারিস্ট অঙ্কুর মুখোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে তিনি কোমায় রয়েছেন

 • Share this:

  #মুম্বই: হাসপাতালের ICU-তে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাঙালি গিটারিস্ট অঙ্কুর মুখোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরে তিনি কোমায় রয়েছেন। জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৪৭ বছর বয়সি অঙ্কুর, তারপর স্ট্রোক হয়। সেখান থেকে কোমায় চলে যান অঙ্কুর। বর্তমানে শিল্পীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত শঙ্কটজনক।

  বলিউডের সঙ্গীতজগতে চেনা নাম অঙ্কুর মুখোপাধ্যায়। বাঙালি এই গিটারিস্টের কদরও ভাল। ‘বর্ডার’, ‘ওমকারা’, ‘পরিণীতা’, ‘তারে জমিন পর’, ‘৩ ইডিয়টস’, ‘অন্ধাধুন’, ‘গুলাবো সিতাবো’র মতো সিনেমার গানে কাজ করেছেন অঙ্কুর। চলতি বছরের শুরুতেই বাবা-কে হারান অঙ্কুর, এই মুহূর্তে মা-ও কোভিডে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন! অন্যদিকে, অঙ্কুরের চিকিৎসার খরচাও বিপুল, তাই এবার অঙ্কুরের জন্য সাহায্যের আবেদন জানালেন ইমতিয়াজ আলি, আমাল মালিক,  আরমান মালিক-রা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, তনিষ্ক বাগচী, প্রীতমের মতো শিল্পীরাও।

  অঙ্কুরের বোন পরমা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন। সেই 'ফান্ডরেইজার'-এর লিংক নিজের ট্যুইটারে শেয়ার করেছেন গায়ক আরমান মালিক। নেটিজেনদের কাছে আবেদন জানিয়েছেন, '' অঙ্কুর দা আমার বহু গান যেমন, 'বেসবরিয়া', 'হা আজ পেহকলি বার', 'চলে আনা'-র সঙ্গে গোটার বাজিয়েছেন। চলুন, যে-যেরকমভাবে পারি, অঙ্কুর দাকে সাহায্য করি।''

  ইমতিয়াজ আলি অঙ্কুরকে '' সেরা সেশন গিটারিস্ট বলেন', সোশ্যাল মিডিয়ায় অঙ্কুরকে আর্থিক সাহায্যের আবেদন জানান। 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'রকস্টার' খ্যাত পিযূষ মিশ্রাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অঙ্কুরের জন্য সাহায্যের আবেদন জানান। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন অঙ্কুর।

  Published by:Rukmini Mazumder
  First published: