#মুম্বই: কফি উইথ করণে এসে অর্জুন কাপুর বলেছিলেন, তার সঙ্গে বেশ তিক্ত সম্পর্ক শ্রীদেবীর ! কোনওদিনই মা হিসেবে শ্রীদেবীকে নাকি মানতে পারবেন না তিনি ৷ তবে মৃত্যুর পর যেন সব তিক্ততা নিমেশে মিটে গেল ৷ বিমান বন্দর থেকে সোজা বেরিয়া রবিবারই জাহ্নবীর কাছে পৌঁছে গেলেন অর্জুন ৷ সোমবার সকালেও বলি কাপুরের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এলেন বনি কাপুরের পুত্র অর্জুন কাপুর ৷ তবে সংবাদ মাধ্যমকে এড়িয়েই গিয়েছেন তিনি ৷
অর্জুন কাপুরের মা মৌনি কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি কাপুর ৷ সেই সময় বেশ ছোটই ছিলেন অর্জুন ও তাঁর দিদি অনশূলা ৷ আর মৌনি গভীর অসুখে ভুগছিলেন ৷ এই অবস্থায় কীভাবে বনি তাঁদেরকে ছেড়ে আসতে পারেন, সে ব্যাপারটিকে হয়তো মেনে নিতে পারেন না অর্জুন ৷ আর তাই হয়তো শ্রীদেবী সৎমা হিসেবেও কোনওদিন মেনে নিতে পারেননি তিনি ৷ তবে শ্রীদেবীর মৃত্যুর পর যেন দায়িত্বপূর্ণ দাদার মতোই কাজ করলেন অর্জুন কাপুর ৷ শোকের দিনে বোন জাহ্নবীর পাশেই দাঁড়ালেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun kapoor, Sridevi