Home /News /entertainment /
শ্রীদেবীর সঙ্গে ছিল না সম্পর্ক, তবে শোকের দিনে বোনের পাশেই অর্জুন

শ্রীদেবীর সঙ্গে ছিল না সম্পর্ক, তবে শোকের দিনে বোনের পাশেই অর্জুন

Instagram

Instagram

কফি উইথ করণে এসে অর্জুন কাপুর বলেছিলেন, তার সঙ্গে বেশ তিক্ত সম্পর্ক শ্রীদেবীর !

 • Share this:

  #মুম্বই: কফি উইথ করণে এসে অর্জুন কাপুর বলেছিলেন, তার সঙ্গে বেশ তিক্ত সম্পর্ক শ্রীদেবীর ! কোনওদিনই মা হিসেবে শ্রীদেবীকে নাকি মানতে পারবেন না তিনি ৷ তবে মৃত্যুর পর যেন সব তিক্ততা নিমেশে মিটে গেল ৷ বিমান বন্দর থেকে সোজা বেরিয়া রবিবারই জাহ্নবীর কাছে পৌঁছে গেলেন অর্জুন ৷ সোমবার সকালেও বলি কাপুরের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এলেন বনি কাপুরের পুত্র অর্জুন কাপুর ৷ তবে সংবাদ মাধ্যমকে এড়িয়েই গিয়েছেন তিনি ৷

  অর্জুন কাপুরের মা মৌনি কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি কাপুর ৷ সেই সময় বেশ ছোটই ছিলেন অর্জুন ও তাঁর দিদি অনশূলা ৷ আর মৌনি গভীর অসুখে ভুগছিলেন ৷ এই অবস্থায় কীভাবে বনি তাঁদেরকে ছেড়ে আসতে পারেন, সে ব্যাপারটিকে হয়তো মেনে নিতে পারেন না অর্জুন ৷ আর তাই হয়তো শ্রীদেবী সৎমা হিসেবেও কোনওদিন মেনে নিতে পারেননি তিনি ৷ তবে শ্রীদেবীর মৃত্যুর পর যেন দায়িত্বপূর্ণ দাদার মতোই কাজ করলেন অর্জুন কাপুর ৷ শোকের দিনে বোন জাহ্নবীর পাশেই দাঁড়ালেন তিনি ৷

  First published:

  Tags: Arjun kapoor, Sridevi

  পরবর্তী খবর