#মুম্বই: মালাইকার প্রেম যে জলের মতো ৷ যে পাত্রেই যায়, সেই পাত্রেরই আকার নেয় ! আর এ ব্যাপারে একেবারে সঠিক মাপের পাত্র হলেন অর্জুন কাপুর ৷ মালাইকার থেকে বয়সে ছোট, কিন্তু চেহারায় ডবল ! বরং অর্জুনকে দেখেই লোকে বলবে, মালাইকার থেকে বয়স বেশি ৷ সত্যি, নিজেকে যা সুন্দরী করে রেখেছেন না মালাইকা, তা পুরুষের মনে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট !এহেন আগুন গার্লফ্রেন্ডকে সামলানো কী আর মুখের কথা ! কিন্তু অর্জুন কাপুর বেশ কয়েক বছর ধরে বাধ্য বয়ফ্রেন্ডের মতো তা করেই চলেছেন ৷ সোশ্যাল নেটওয়ার্কে নেটিজেনদের ট্রোল সহ্য করছেন ৷ সলমনের রক্তচক্ষু দেখছেন ৷ তবুও অর্জুন ভালোবাসেন মালাইকাকে তা হাতেনাতে প্রমাণ !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Malaika Arora