#মু্ম্বই: অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিষয়টি গসিপের হট টপিক ৷ অর্জুন ও মালাইকা দীর্ঘ সময় ধরে একে অন্যের সঙ্গে ডেট করে চলেছেন ৷ বেশ কিছু সাক্ষাৎকারে তাঁরা মুখ খুলেছেন নিজেদের সম্পর্কের ব্যাপারেও ৷ সোশ্যাল মিডিয়াতেও একে অপরের ছবিতে এমন মন্তব্য করেছেন যে তা নিয়েই ক্রমশ বাড়ছে জল্পনা ৷ অর্জুন মালাইকার মধ্যে বন্ধুত্ব, একে অপরের পাশে আসা, প্রেম, ডেটিং এই সমস্ত কিছুর পরে তাঁদের বিয়ে নিয়েও বাতাসে উড়ছে খবর ৷ অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে তাঁদের ঘনিষ্ঠ মহলের মানুষদের দাবি, বিয়ের দিনক্ষণও যেন ঠিক হয়ে গিয়েছে ৷
এই ধরনের রটনাকে নিজের জবাবের মাধ্যমে বন্ধ করেছেন অর্জুন কাপুর ৷ এই মুহূর্তে অর্জুন কাপুর ও মালাইকা অরোরা নিজের নিজের ঘরে সময় কাটাচ্ছেন এখন ৷ বেশ কয়েক মাস আগে খবর রটেছিল এপ্রিল মাসে বিয়ে করছেন অর্জুন-মালাইকা ৷ অবশ্য সেই খবর মিথ্যে প্রমাণিত হয়েছে ৷ তবে বেশ কিছু সূত্র থেকে খবর আসছে জুনেই বিয়ে করছেন মালাইকা ও অর্জুন৷
হিন্দুস্থান টাইমসের একটি খবরের ভিত্তিতে বলতে পারা যায় যে, মালাইকা ও অর্জুনের বিয়ে নিয়ে অর্জুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 'আমার মাত্র ৩৩ বছর বয়স, আমার কথা বিশ্বাস করুন, এখনও বিয়ের কোনও পরিকল্পনা নেই আমার৷' সাক্ষাৎকারে তিনি একবার জানিয়েছিলেন, 'বিয়ে এমন এক সিদ্ধান্ত যে বিষয়ে এগোবার আগে পরিবারের পরামর্শ নেব, বিয়ে নিয়ে কোনও প্রকারের কোনও প্রস্তুতি বা সিদ্ধান্ত যদি নেওয়া হত সেক্ষেত্রে এতদিনে সবাই জানতে পারতেন৷' অর্জুন তাঁর বিয়ের লাগাতার চর্চা নিয়ে জানিয়েছেন, 'এমন খবরে কোনও ক্ষতি নেই ঠিকই, তবে বারবার এক প্রশ্নের উত্তর দিতে ভাল লাগে না, আমার কাউকে নিয়েই কোনও অভিযোগ নেই, তবে বার বার এক কথার জবাব দিতে মোটেই ভাল লাগে না ৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun kapoor, Bollywood, Malaika Arora