Home /News /entertainment /
অর্জুনের ছবিও দেখা হয়নি মায়ের, জাহ্নবীকেও পর্দায় দেখতে পেলেন না শ্রীদেবী !

অর্জুনের ছবিও দেখা হয়নি মায়ের, জাহ্নবীকেও পর্দায় দেখতে পেলেন না শ্রীদেবী !

File Photo

File Photo

শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী ।

 • Share this:

  #মু্ম্বই: শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী । দুবাইয়ে আত্মীয় অভিনেতা মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই মাত্র চুয়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে অকাল প্রয়াণ বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। শোকের ছায়া বলিউডে ৷

  চাঁদের দেশে চলে গেলেন চাঁদনী ৷ প্রয়াত বলিউডের হাওয়া হাওয়াই গার্ল শ্রীদেবী ৷ এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও তাঁর ছোট মেয়ে খুশি। গতকাল রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

  কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, মেয়ে জাহ্নবীর প্রথম ছবি দেখে যেতে পারলেন না শ্রীদেবী ৷ যে জাহ্নবীর সিনেমা কেরিয়ারকে প্রায় নিজের হাতেই গুছিয়ে তুলে ছিলেন তিনি ৷ সেই জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’ দেখা হয়ে উঠল না শ্রীদেবীর ৷

  অন্যদিকে কাকতালীয়ভাবে বনি কাপুরের প্রথম স্ত্রী মৌনি শৌরিও দেখে যেতে পারেননি অর্জুন কাপুরের প্রথম ছবি ইশকজাদে ৷ এই ছবি মুক্তি পাওয়ার আগেই মৃত্যু হয় অর্জুন কাপুরের মা মৌনির ৷

  জাহ্নবীর ‘ধড়ক’ ছবি মুক্তি পাবে জুলাই মাসে ৷ এই ছবিতে জাহ্নবীর পাশাপাশি দেখা যাবে শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরকে ৷

  First published:

  Tags: Bollywood, Sridevi

  পরবর্তী খবর