#মুম্বই: অনুষ্কা শর্মার জন্য সবচেয়ে অদ্ভুত জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন অর্জুন কাপুর৷ রবিবার ইনস্টাগ্রামে অনুষ্কার ছবিটি নতুনভাবে তৈরি করলেন অর্জুন৷ মূল ছবিটি দক্ষিণ আফ্রিকায় তোলা হয়েছিল৷ বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়ার সফরে যোগ দিয়েছিলেন অনুষ্কা৷
আরও পড়ুন- আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে: প্রধান বিচারপতিদের জানালেন নরেন্দ্র মোদিমজার সেই ছবি শেয়ার করে অর্জুন লেখেন, "এটাই তোমার জন্য সেরা ট্রিবিউট৷ বেশি গভীরে যেও না৷ আমার অনুভূতিটা দেখ৷ শুভ জন্মদিন অনুষ্কা! তোমার চারপাশের ঘাস সবসময় সবুজ থাকুক!" ইশকজাদের নায়কের পোস্টে মন্তব্য করেছেন বার্থডে গার্ল অনুষ্কা৷ তবে তাও নিছক খুনসুটির৷
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তার উপর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। অভিনেত্রী, প্রযোজক- সবেতেই তিনি সফল৷ তিনি সফল স্ত্রী, সফল মা৷ আজ তাঁরই জন্মদিন৷
আরও পড়ুন- চরম 'নাটক' শেষে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন পাক প্রধানমন্ত্রীর ছেলে হামজা শেহবাজ
প্রতি মুহূর্তে স্বামীর পাশে থাকেন অভিনেত্রী৷ অনুষ্কা শর্মা বিরাটের গৃহিণীর পাশাপাশি তাঁর জবরদস্ত ফ্যানও৷ তাই আরসিবি -র জার্সিতে বিরাট কোহলি দুর্দান্তভাবে জ্বলে ওঠার পর বিরাটের জন্য গ্যালারি থেকে চিৎকার করে গলা ফাটাচ্ছেন৷ লকি ফার্গুসনের বলে সর্বোচ্চ রানের জন্য যান৷ ফুলটস বলে একেবার দূরে বাউন্ডারির প্রান্তে পাঠিয়ে দেন তিনি৷ প্রথমে মনে হয়েছিল ওটা ক্যাচ হয়ে যেতে পারে তাই সকলে নিঃশ্বাস রুদ্ধ রেখেছিলেন৷ কিন্তু ফিল্ডার পেরিয়ে যাওয়ার পর সকলে নিশ্চিন্ত হয়ে যায় সেটা ছক্কাই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma