• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সলমনের টিউবলাইটে গান গাইবে অরিজিৎ !

সলমনের টিউবলাইটে গান গাইবে অরিজিৎ !

শেষমেশ কী তাহলে ঝগড়া মিটিয়ে ফের বন্ধুত্ব হতে চলল, অরিজিৎ সিং ও সলমন খানের?

শেষমেশ কী তাহলে ঝগড়া মিটিয়ে ফের বন্ধুত্ব হতে চলল, অরিজিৎ সিং ও সলমন খানের?

শেষমেশ কী তাহলে ঝগড়া মিটিয়ে ফের বন্ধুত্ব হতে চলল, অরিজিৎ সিং ও সলমন খানের?

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: শেষমেশ কী তাহলে ঝগড়া মিটিয়ে ফের বন্ধুত্ব হতে চলল, অরিজিৎ সিং ও সলমন খানের? অন্তত, বলিউডে এরকমই খবর রটল ৷ শোনা যাচ্ছে পরিচালক কবীর খানের নতুন ছবি ‘টিউব লাইট’-এ সলমনের জন্য গান গাইতে চলেছেন অরিজিৎ সিং ৷

  নিউজ ১৮-কে অরিজিৎ সিং জানালেন, ‘ হ্যাঁ, টিউবলাইট ছবিতে আমি গান গাইতে চলেছি ৷ কিন্তু তারপরে কী হবে সেটা আমার জানা নেই ৷ কিন্তু আমি গাইব-ই কেউ আমাকে আটকাতে পারবে না৷’

  ‘সুলতান’ ছবিতে অরিজিতের গান বাদ যাওয়া নিয়ে অরিজিৎ জানালেন, ‘আমি সুলতান প্রসঙ্গ নিয়ে কারও সঙ্গে কথা বলিনি ৷ সেই সুযোগটাই পাইনি ৷ কোনও দিন কথা বলার সুযোগ হলে, আমি নিশ্চয়ই জানতে চাইব ৷ আমার মনে হয় ৷ সলমন খান এতটা সিরিয়াসলি নেননি বিষয়টিকে৷ অন্যরাই ব্যাপারটাকে সিরিয়াস বানিয়েছে ৷’

  গায়ক অরিজিৎ সিং ও সলমন বচসা থেমেও যেন থামছে না ৷ সেই শুরু ‘সুলতান’ ছবিতে অরিজিতের গান বাদ যাওয়া থেকে ৷ আর এই গান বাদ যাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তুমুল কাণ্ড ঘটেছিল ‘সুলতান’ মুক্তি পাওয়ার কিছুদিন আগে ৷

  সম্প্রতি বলিউডলাইফ নামে এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, অরিজিৎ সিং নাকি জানিয়েছেন সলমনের ছবিতে আর গান গাইবেন না ! তবে এ খবর অরিজিৎ সিংয়ের কানে যেতেই খবরকে একেবারে ভ্রান্ত বলে জানিয়েছেন অরিজিৎ সিং ৷ ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, অরিজিৎ সিং নাকি স্পষ্টই জানিয়েছেন ‘আমি কখনও এরকম মন্তব্য করিনি ৷ কারণ আমি মন থেকে সলমন খানকে শ্রদ্ধা করি ৷ আমাদের যা হয়েছে, তা নিয়ে প্রচুর ভুল বোঝাবুঝি হয়েছে ৷ আমি চাই না আবার নতুন করে সেসব ফিরে আসুক ৷’

  অরিজিৎ আরও জানালেন, ‘আমি সলমনের জন্য গাইছি ও গাইব ৷ খুব শীঘ্রই সলমনের আসন্ন এক ছবির জন্য গান রেকর্ড করার কথা রয়েছে ৷ ’ মে মাসের গোড়ার দিকে সলমন ও অরিজিৎ সিংয়ের মধ্যে এক ভুল বোঝাবুঝি শুরু হয় ৷ যার ফলেই নাকি সলমন ‘সুলতান’ ছবি থেকে অরিজিৎ সিংয়ের গানকে বাদ দিয়ে দেন৷ তা নিয়ে একটি লম্বা চিঠি অরিজিৎ সিং শেয়ার করেন তাঁর ফেসবুক প্রোফাইলেও ৷ বচসা শুরু হয় সেই চিঠি থেকেই ৷

  আরও পড়ুন 

  সলমন নাকি ‘টিউবলাইট’, সব কিছুই দেরিতে বোঝেন !

  ঠিক কী হয়েছিল, তা অবশ্য পরিষ্কার নয় ৷ কেন অরিজিৎ সিংয়ের ওপর রাগলেন সলমন, তা নিয়েও রয়েছে নানা মতামত ৷ তবুও অরিজিৎ সলমনের কাছে চাইলেন যে ক্ষমা, তা দেখল গোটা দুনিয়া ৷ ফেসবুকের পোস্টেই সলমনের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং !

  বলিউডের অন্যান্য স্টারদের মধ্যে সলমনের রোয়াবটা একটু আলাদাই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ অনেক সময়ই দাবাং খানের আক্রোশে পড়েছেন বহু নায়ক-নায়িকা, প্রযোজক ৷ তবে উল্টোটাও ঘটেছে অনেকবারই ৷ অসফল নায়ককে হিট করানোর জন্য সলমন এগিয়ে এসেছেন বারে বারে ৷ তবে এবার গায়ক অরিজিৎকে কোনঠাসা করার ব্যাপারটাই বলিউডের গুঞ্জনে ছড়িয়ে পড়ল ৷ অরিজিৎ সিংয়ের পোস্ট অনুযায়ী, গায়ক সলমনকে বার বার অনুরোধ করেছেন আসন্ন ‘সুলতান’ ছবি থেকে যেন তাঁর গানটা সরিয়ে না নেওয়া হয় ৷ এমনকী, সল্লুকে অরিুজিৎ পোস্টে এটাও লিখেছেন, আপনি অন্য কোনও গায়ককে দিয়ে গানটা গাইয়ে নিতেই পারেন, কিন্তু আমার গানটা দয়া করে সরাবেন না ৷

  অরিজিৎ সিং তাঁর ফেসবুক পোস্টে একটি রাতের অনুষ্ঠানের কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছন ৷ কিন্তু সেই রাতে সঠিক কী হয়েছিল, তার কোনও ইশারা অরিজিৎ দেননি ৷ তবে বার বার সলমনের কাছে অনুরোধ করেছেন ‘সুলতান’ ছবির গানের জন্য ! এমনকী, অরিজিৎ লিখেছেন সলমনকে তিনি বহুবার ফোনও করেছেন ৷ দেখাও করতে চেয়েছেন সলমনের সঙ্গে ৷ কিন্তু সলমন নাকি একেবারেই পাত্তা দেননি ৷

  First published: