অওরঙ্গাবাদ: মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে লাইভ কনসার্টেই আঘাত পেলেন অরিজিৎ সিং। থামিয়ে দিতে হল গান। মঞ্চেই চিকিৎসা চলল গায়কের। সেই কনসার্টের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। এক মহিলা ভক্তের হাতে হেনস্থা হওয়ার এই ফলশ্রুতি। কিন্তু তার পরেও তাঁকে মার্জিত ভাষায়, নরম সুরে ভুল বোঝান অরিজিৎ। ভিডিও ইতিমধ্যে ভাইরাল চারদিকে। কী ঘটে অওরঙ্গাবাদের সেই লাইভ কনসার্টে?
আরও পড়ুন: অরিজিৎকে নিয়ে চমকে দেওয়া মন্তব্য শাহরুখের! বাংলার গায়ককে নিয়ে কী বললেন ‘বাদশা’
গিটার হাতে গান গাইছিলেন অরিজিৎ। গাইতে গাইতে মঞ্চের কিনারায় এসে প্রতিটি কনসার্টের মতো ভক্তদের সঙ্গে হাত মেলান তিনি। এমনই সময়ে এক ভক্ত হাত ধরে টানাটানি শুরু করেন। আর তাতেই পেশিতে প্রবল ব্যথা পান গায়ক। সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন অরিজিৎ। কথা বলতে শুরু করেন ভক্তের সঙ্গে।
অরিজিৎকে বলতে শোনা যায়, ‘‘আমি তো সবার কাছেই যাব। কিন্তু আপনি আমার হাত ধরে টানাটানি কেন করছিলেন? আমার হাত কাঁপছিল। সোজা কথাা, আমি গান না গাইতে পারলে আপনারাও আনন্দ পাবেন না। আমি সকল শ্রোতাকে ভালবাসি, সকলের কাছেই যাব।’’ সেই মহিলা ভক্তও বারবার ক্ষমা চাইতে থাকেন অরিজিতের কাছে। তিনি বলেন, ‘‘আসলে আপনি এদিকে আসছিলেন বলেই…কিন্তু আমার ভুল হয়েছে। ক্ষমা করবেন।’’
আরও একটি ভিডিওতে দেখা যায়, অরিজিৎ মঞ্চে বসে রয়েছেন। তাঁর হাতে ফার্স্ট এইড করা হচ্ছে। এতটাই জোরে পেশিতে আঘাত পেয়েছেন বলে যে প্রাথমিক চিকিৎসা ছাড়া আবার গিটার বাজিয়ে গান গাওয়া সম্ভব ছিল না তাঁর পক্ষে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arijit Singh