হোম /খবর /বিনোদন /
অরিজিতের সামনে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন, ‘বিয়ে করবে?’ যুগলের কাণ্ডে যা করলেন গায়ক!

Arijit Singh Concert: অরিজিতের সামনে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন, ‘বিয়ে করবে?’ যুগলের কাণ্ডে যা করলেন গায়ক!

অরিজিৎ সিং

অরিজিৎ সিং

Arijit Singh Concert: অওরঙ্গাবাদের কনসার্টে যেন ঘটনার ঘনঘটা! মঞ্চেই আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে বলিউড গায়ককে। গান থামিয়ে দিতে হয়েছে। মহিলা ভক্তের হাত ধরে টানাটানিতেই এই কাণ্ড।

  • Share this:

অওরঙ্গাবাদ: অরিজিৎ সিংয়ের অওরঙ্গাবাদের কনসার্টে যেন ঘটনার ঘনঘটা! মঞ্চেই আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে বলিউড গায়ককে। গান থামিয়ে দিতে হয়েছে। মহিলা ভক্তের হাত ধরে টানাটানিতেই এই কাণ্ড। তার পর মার্জিত ভাষায় সেই ভক্তকে বোঝানো কেন তিনি ভুল করেছেন। নানা কাণ্ডের ভিডিও যেন ভর্তি হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাম্প্রতিকতম এই কনসার্টের আরও একটি ঘটনা নেটিজেনদের নজর কেড়েছে।

আরও পড়ুন: এ কী করলেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চেই আহত গায়ক, কনসার্টের ভিডিও ভাইরাল!

মঞ্চের পিছনে বড় একটি পর্দায় হঠাৎ ফুটে উঠল প্রেমের দৃশ্য। যুগলের কাণ্ড দেখে হতবাক উপস্থিত সকলে। উল্লাসধ্বনিতে ফেটে পড়েছে কনসার্টের প্রাঙ্গন। প্রেমিকা হঠাৎই সবাইকে চমকে দিয়ে তাঁর প্রেমিককে বিবাহ প্রস্তাব দিয়ে বসলেন, ‘‘আমায় বিয়ে করবে?’’ প্রেমিক চমকে উঠলেও রাজি হতে বেশি সময় নিলেন না। তার পরেই প্রেমের জোয়ারে ভেসে একে অপরকে চুম্বন করলেন তাঁরা। একবার নয়, বারবার।

একইসঙ্গে গায়েক গলায় চলছে ‘মন মাস্ত মগন’ গানটি। যুগলের প্রেমের জন্যই এই গানটি উপহার হিসেবে উপস্থাপনা করেন অরিজিৎ। তাঁদের প্রেমের বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে তুললেন বাঙালি গায়ক।

চুমু খেতে খেতেও যুগল অরিজিতের গানের সঙ্গে গলা মেলালেন। আর সেই ভিডিও ইতিমধ্যে নেটপাড়ার মন জয় করে নিয়েছে। প্রেমিক গায়কের অনুষ্ঠানেই প্রেম পরিণতির নজির।

Published by:Teesta Barman
First published:

Tags: Arijit Singh