#মুম্বই: দেশজুড়ে প্রলয় তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস! ভয়ঙ্কর আকার নিয়েছে কোভিডের তৃতীয় তরঙ্গ! একে ডেল্টা, সঙ্গে ওমিক্রন... লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা! বলিউডে ইতিমধ্যেই বহু তারকা কোভিড পজিটিভ! এবার সেই তালিকায় যোগ হলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিতের স্ত্রীও করোনা সংক্রমিত। শনিবার এই প্রজন্মর 'ইউথ আইকন' ফেসবুকে জানান, তিনি ও তাঁর স্ত্রী কোয়েল রায় কোভিডে আক্রান্ত। তবে, এখন ভাল আছেন, বাড়িতেই আইসোলশনে।
প্রসঙ্গত, ২০২১ সালেই করোনায় মাকে হারান অরিজিৎ। কলকাতারই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি।
বলিউডে রীতিমতো প্রলয় তাণ্ডব চালাচ্ছে মারণ ভাইরাস করোনা! গত ২৪ ঘণ্টায় অরিজিৎ সিং ছাড়াও আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নাফিসা আলি, পরিচালক মধুর ভান্ডারকর ও 'ফোর মোর শটস প্লিজ' খ্যাত অভিনেত্রী মানবী গাগরু। শনিবার এই ৪ সেলেবের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
নাফিসা আলি বর্তমানে গোয়ার একটি হাসাপাতলে চিকিৎসাধীন। হাসপাতালের বেড থেকেই নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ৬৪ বছর বয়সী বর্ষীয়ান অভিনেত্রী লেখেন, '' ভাবুন, আমার হাসপাতালের বেডের নম্বর-ও আমার লাকি সংখ্যা ৭! খুব জ্বর, গলা ধরে আছে, কিন্তু গোয়ার তুখড় চিকিৎসা ব্যবস্থায় এখন অনেকটাই ভাল আছি। আশা করছি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারব, সেখানে আইসোলেশনে থাকব।''
View this post on Instagram
শনিবার পরিচালক মধুর ভান্ডারকরের-ও কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনি ইনস্টাগ্রামে নিজের করোনা সংক্রমণের কথা জানিয়ে লেখেন, '' দুটো টিকাই নিয়েছিলাম, তবু করোনার কবলে! তবে, উপসর্গ খুব মৃদু। আইসোলেশনে রয়েছি! বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই সুস্থ থাকুন, কোভিড-বিধি মেনে চলুন।''
View this post on Instagram
দেশে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৪০ হাজারের গণ্ডি। আজ নতুন করে সংক্রামিত হয়েছেন ১,৪১,৫২৫ জন। সংক্রমণের হার বেড়েছে ২১ শতাংশ। এ দিকে, আজ থেকেই বুস্টার ডোজের জন্য শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। হাতে আর বেশি সময় নেই। দিন দশেক পরেই সংক্রমনের শীর্ষে পৌঁছে যাবে মুম্বই এবং দিল্লি। অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে শেষের মধ্যে সংক্রমণ মারাত্বক আকার নেবে, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আইআইটি কানপুরের (IIT Kanpur) অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল।
তবে দ্বিতীয় ঢেউয়ের সময়ে যেমনটা হয়েছিল, এ বারে তেমন আকার ধারণ করার সম্ভাবনা নেই। মুম্বই এবং দিল্লিতে দৈনিক সংক্রমণ ছুঁয়ে ফেলবে ৩০,০০০ থেকে ৫০,০০০ গণ্ডি। তাঁর দাবি, মার্চের পরে সংক্রমণের সেই দাপট থাকবে না দ্বিতীয় ঢেউয়ের মতো। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে সংক্রামিত হয়েছেন ২০,৯৭১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। মুম্বইয়ের ধারাভি বস্তিতে সংক্রমণ শুরু হয়েছিল দিন কয়েক আগেই। আজ সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫০। দেশের সব রাজ্য মিলিয়ে জানুয়ারির শেষে সংক্রামিতের সংখ্যা পৌঁছে যাবে দৈনিক ৪ লক্ষ থেকে ৮ লক্ষে। যা শুনের ঘুম উড়েছে চিকিৎসকমহলের। অধ্যাপকের দাবি, এই সংক্রমণের হার শুধুমাত্র কঠোর লকডাউনের মাধ্যমেই রোধ করা সম্ভব। লকডাউনে সংক্রামিতের সংখ্যা কমবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arijit Singh