#মুম্বই: ১৬ নভেম্বর, অভিষেক ও ঐশ্বর্যের ছোট্ট মেয়ে আরাধ্যার আজ জন্মদিন ৷ তবে জন্মের পর থেকেই এই ছোট্ট মেয়ে দারুণ ভাবে জনপ্রিয় ৷ আর হবে নাই বা কেন? যার মা ঐশ্বর্য রাই বচ্চন, বাবা অভিষেক বচ্চন ৷ শুধু তাই নয়, দাদু অমিতাভ বচ্চন আর ঠাকুমা জয়া বচ্চন ৷ তারকার মেলায় জন্ম নেওয়া এই ছোট্ট মেয়ে তো ছোট্ট থেকেই স্টার ৷ তবে বচ্চন পরিবার আরাধ্যাকে একেবারেই স্টারের মতো বড় করছেন না, বরং অন্যান্য বাচ্চাদের মতো করেই বড় হচ্ছে আরাধ্যা ৷
সেই কারণেই পাপারাৎজিদের কাছে সইফ-করিনার ছেলে তৈমুর যতটা জনপ্রিয় ৷ আরাধ্যা কিন্তু ততটা নয় ৷ মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসার ব্যাপারে খুব সতর্ক মা ঐশ্বর্য ৷
I guess now’s the best time to share this video of Aaradhya singing a devotional song for Diwali.
Happy Birthday Aaradhya! pic.twitter.com/DB48Y9L6qT — Bewitching Bachchans (@TasnimaKTastic) November 15, 2020
সে যাই হোক, আরাধ্যার জন্মদিনে হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল তাঁর গাওয়া এক গানের ভিডিও ৷ ভিডিওতে দেখা গিয়েছে, গোলাপি রঙের পোশাকে ঝলমলে সেজে আরাধ্যা গাইছেন দীপাবলির ভজন ৷ দু’হাত তুলে জয় শ্রীরামের এই ভজনে ভক্তিরস ঢেলে দিয়েছে ছোট্ট আরাধ্যা ৷
যা দেখে নেটিজেন শুধু খুশি নয়, খুশি অমিতাভ বচ্চন খোদ !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Bollywood