• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ১০ বছরের মেয়ের গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়, প্রশংসা এ আর রহমানের মুখেও

১০ বছরের মেয়ের গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়, প্রশংসা এ আর রহমানের মুখেও

গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়েছে

গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়েছে

গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়েছে

 • Share this:

  #মুম্বই: ব্রিটেন গট ট্যালেন্টে নিজের সুরের মাধুরী মিশিয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছে একটি ছোট্ট মেয়ে তার বয়স মাত্র ১০ বছর ৷ ১০ বছরের সৌপরনিকা নায়্যার নিজের সুরেলা কন্ঠে সবাইকে বশ করেছে ৷ বহু মানুষই তাঁর ভক্ত হয়েছেন ৷ সঙ্গীত পরিচালক এ আর রহমানও এই ১০ বছরের ছোট্ট মেয়ের গান শুনে বেশ মুগ্ধ হয়েছেন ৷ সৌপরনিকার গান তিনি অত্যন্ত পছন্দ করেছেন ৷

  সেই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ ভিডিওটি শেয়ার করে সৌপরনিকা ক্যাপশনে লিখেছে নাইস টু ওয়েক আপ ৷ একই সঙ্গে ভিডিওটির লিঙ্ক শেয়ার করেছে ছোট্ট মেয়ে ৷ সম্পূর্ণ ভিডিওতে সৌপরনিকার অডিশনের অংশটুকু রয়েছে ৷ ব্রিটেন গট ট্যালেন্টে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছে ছোট্ট মেয়ে ৷ সৌপরনিকা যখন গান শুরু করেছিল ঠিক সেই সময়ে অন্যতম বিচারক সিমন কাউওয়েল মাঝপথে থামিয়ে দিয়েছিলেন, তারপরে নেভার এনাফ গানটি গাইতে বলেন ৷

  এরপরেই মাত্র ১০ বছরের সৌপরনিকার সুরেলা গলায় গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন ৷ এখানেই শেষ নয় তাঁর গান শোনার পরে দর্শকেরাও সৌপরনিকার গানে গুনগুন করতে থাকেন ৷ গানটি সবার এতটাই ভাল লেগেছিল যে সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিলেন ৷ সৌপরনিকার পারফরমেন্সের পরে শোয়ের বিচারক ডেবিড উইলিয়ামস প্রশংসা করে বলেছিলেন এত ছোট বয়সে এত ভাল গান গাইতে পারে তা না শুনলে বোঝা সম্ভবই নয় ৷

  Published by:Arjun Neogi
  First published: