• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অসুস্থ অপর্ণা সেন, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসা

অসুস্থ অপর্ণা সেন, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসা

 • Share this:

  #কলকাতা: অসুস্থ পরিচালক, অভিনেতা অপর্ণা সেন। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। বিস্বস্ত সূত্রে জানা যায়, পিঠের অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অপর্ণা সেন। শিড়দাঁড়া জনিত সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন ! তবে, এখন শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে, আগামী কিছুদিন বিশ্রামেই থাকতে হবে।

  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯১৬ সালের উপন্যাস ‘ঘরে বাইরে’- অবলম্বনে ‘আজ ঘরে বাইরে’ পরিচালনা করছেন অপর্ণা! মূল উপন্যাসকে তিনি আজকের সময়ের প্রেক্ষাপটে ফুটিয়ে তুলছেন। সন্দীপের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য ও তুহিনা দাস। প্রযোজনা সংস্থা এসভিএফ। সিনেম্যাটোগ্রাফার সমীক হালদার, সঙ্গীত পরিচাক নীল দত্ত। দিল্লিতে ছবির প্রথম শেডিউলের শুটিং শেষে সবে কলকাতায় ফিরেছিলেন পরিচালক! এর আগে, ১৯৪৮ সালে সত্যজিৎ রায় মূল উপন্যাস অবলম্বনে ‘ঘরে বাইরে’ ছবিটি করেছিলেন।

  আরও পড়ুন-রণবীরের কপালে কি সিঁদুর ? প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়

  First published: