#কলকাতা: টলিউডের অন্যতম বিন্দাস অভিনেত্রী অপরাজিতা আঢ্য! তিনি অনায়াসেই এমন অনেক কিছু করে ফেলেন, যা আর পাঁচটা প্রথম সারির অভিনেত্রী করতে ১০ বার ভাববেন! এই যেমন প্রকাশ্যে রাস্তাতেই শুরু করলেন 'রমতা যোগী'র সঙ্গে নাচ! সেই নাচের ভিডিও পোস্ট-ও করলেন সোশ্যাল মিডিয়ায়! কড়া ডায়েটিং আর ওয়ার্ক আউটে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন অপরাজিতা! তিনি এখন 'স্লিম অ্যান্ড ট্রিম', কাজেই শাড়ি অথবা কুর্তা-সালোয়ার নয়, অপরাজিতাকে দেখা গেল কালো টাইট জিন্স, হাই-নেক সোয়েটার আর সিমারিং শ্রাগে!
১৫ ডিসেম্বর অপরাজিতা আঢ্য পাড়ি দিয়েছেন উটি! চুটিয়ে ছুটি উপভোগ করছেন! নিত্যনতুন আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, গতকাল দারুণ কিছু ছবিও পোস্ট করেন, আজ শেয়ার করলেন নাচের ভিডিও!
দেখুন অপরাজিতার নাচ--
View this post on Instagram
না, হোটেলের রুম নয়, অপরাজিতা নাচ শুরু করলেন প্রকাশ্যে, উটির একটি গার্ডেনে! সবুজ সাজানো বাগানের ব্যাকড্রপে 'তাল' সিনেমার 'রমতা যোগী'র সঙ্গে অপরাজিতার তুমুল নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি! ক্যাপশনে তিনি লিখেছেন, 'মাঝে মধ্যে কোনও প্রস্তুতি ছাড়াই কোনওকিছু করা যায়, প্রকৃতিই আপনাকে উদ্বুদ্ধ করে!''
আরও পড়ুন: ভাল থাকার 'টনিক', দেবের ছবির প্রচার করলেন খোদ শুভশ্রী, দেখুন--
সুভাষ ঘাইয়ের (Subhash Ghai) তুমুল জনপ্রিয় ছবি 'তাল', শুধু সমালোচকদের প্রশংসাই নয়, বক্স-অফিসেও সুপার-ডুপার হিট করেছিল ! অনন্য সুন্দর অবতারে ধরা দিয়েছিলেন ঈশ্বর্য রাই বচ্চন! এ আর রহমানের (A.R.Rahman) সুরে ছবির প্রতিটি গান আজও আসমুদ্র-হীমাচলের পছন্দের তালিকায়। 'রমতা যোগী' গানে অ্যাশের নাচের বিপুল তারিফ করেছিলেন দর্শক! এবার ঐশ্বর্যের জুতোয় পা গলালেন অপরাজিতা।
আরও পড়ুন:মাথায় বাঁধা খোঁপা, কালো টি- শার্ট...'পাঠান'-এর শ্যুটিংয়ে ফিরলেন শাহরুখ
চলতি বছরের জুন মাসে শ্বশুরমশাইকে হারান অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ অভিনেত্রী জানান নিজেই। লেখেন, ''শ্বশুরমশাই আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। আমার আর বাবা বলে ডাকার কেউ রইল না।'' করোনা আবহ, কাছের মানুষের চলে যাওয়া, সব মিলিয়ে এ'বছর অক্টোবরে একেবারেই অনাড়ম্বরে লক্ষী পুজোর আয়োজন করেছিলেন অপরাজিতা! অভিনেত্রীর বাড়ির লক্ষী পুজো বিখ্যাত! কিন্তু এ'বছর ছিল না মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ, না ছিল অতিথি-অভ্যাগতদের ভিড়! একেবারেই ঘরোয়া ভাবে লক্ষীর আরাধনা করেন সকালের প্রিয় 'অপা'!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aparajita Adhya