মুম্বই: বিতর্কের কেন্দ্রে অনুষ্কা শর্মা এবং অমিতাভ বচ্চন। হেলমেট না পরে বাইকের পিছনে চেপে রাস্তায় বেরোনোর জন্য কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। মুম্বই পুলিশের কাছে খবর পৌঁছে যায় সটান। তারই ফল ভুগতে হল অনুষ্কার নিরাপত্তারক্ষীকে। ১০ হাজার ৫০০ টাকা জরিমানা দাবি করা হল নিরাপত্তারক্ষীর কাছে।
আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় বাইকে বিগ বি…! দেখেই কেন ‘আঁতকে’ উঠলেন নেটিজেনরা? অমিতাভের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
চলতি সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, বলি তারকা অনুষ্কা তাঁর বডিগার্ড সোনু শেখের বাইকের পিছনে চেপে যাত্রা করছেন। অনুষ্কা এবং সোনুর বাইকযাত্রায় কারও মাথাতেই হেলমেট ছিল না। একাধিক নেটিজেন ভিডিওর তলায় মু্ম্বই পুলিশকে ট্যাগ করে বিষয়টি তাঁদের নজরে এনেছেন।
View this post on Instagram
একইসঙ্গে হেলমেট ছাড়া বাইকে পিছনে যাত্রা করার জন্য জরিমানা দাবি করা হতে পারে বর্ষীয়ান অভিনেতা অমিতাভের কাছ থেকেও। এমনটাই শোনা যাচ্ছে সূত্রে। তাঁরই পোস্ট করা ছবি থেকে জানা গিয়েছিল, যানজটে আটকে পড়ে কর্মস্থলে যেতে দেরি হয়ে যাচ্ছিল অমিতাভের। শ্যুটিং লোকেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে দেখে আর দ্বিতীয়বার ভাবেননি তিনি। গাড়ি থেকে নেমেই সাহায্য নেন রাস্তায় তাঁর এক ভক্তের কাছে। তাঁর বাইকের পিছনের সিটে চেপেই যথা সময়ে সেটে পৌঁছন অমিতাভ। সেই ব্যক্তিকে তিনি চিনতেনও না।
বিগ বি-কে হেলমেট না পরার জন্য বেশ কটাক্ষের মুখে পড়তে হয়। এক ব্যক্তি লেখেন, ‘দু’জনের কেউই হেলমেট পড়েননি।’ আরেকজন লেখেন, ‘কাজে যাওয়ার এত তাড়া যে হেলমেট পরতে পারেননি।’ মুম্বই পুলিশ তার পরেই জানায় যে তারা এই খবরটি ট্রাফিক বিভাগে জানিয়ে দিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma