মুম্বই: 'মিসেস কোহলি' ডাকে আপত্তি অনুষ্কার তবে কি বীরুস্কার বিচ্ছেদের আভাস? কিছুদিন আগেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একটি ভিডিও প্রকাশ্যে আসতে দুনিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় রণবীর তাঁর হাত বাড়িয়ে দেন দীপিকার দিকে কিন্তু দীপিকা তাঁর হাত ধরেননি। এতে অনেকেই মনে করতে শুরু করেছেন দীপিকার রণবীরের সম্পর্কে ভাঙ্গন ধরতে শুরু করেছে। আর তার পরেই অনুষ্কা শর্মা একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় রেড কার্পেটে ছবি তোলার সময় চিত্রগ্রাহকরা তাঁকে 'মিসেস কোহলি' বলে সম্বোধন করতেই তিনি অত্যন্ত বিরক্ত হন।
পাঁচ বছর আগে ২০১৭ সালের সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিয়ের আগে তাঁদের সম্পর্ক নানা খাতে বয়েছে। কখনও তা হয়ে উঠেছে মিষ্টি-মধুর আবার কখনও দেখা দিয়েছিল বিচ্ছেদ। তবে সবটা পেরিয়ে শেষ পর্যন্ত তাঁরা সাত পাকে বাঁধা পড়েন। তারপর তাঁদের ৫ বছরের এই দাম্পত্য জীবনে কখনও প্রেমে ভাঁটা পড়তে দেখা যায়নি।
আরও পড়ুন- অনির্বাণে মুগ্ধ রানি! তাঁর সুপারিশেই 'মিস্টার চ্যাটার্জি' হয়ে ওঠেন অভিনেতাকয়েক বছর আগেই তারা বাবা-মা হন এই তারকা দম্পতি। একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন। সমস্ত রকম উৎসব-অনুষ্ঠান থেকে শুরু করে রেড কার্পেট এমনকি বিভিন্ন মন্দির ও আশ্রমেও তাঁদের একসঙ্গে দেখা যায়। মাঝে মাঝেই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাঁরা শেয়ার করে নেন তাঁদের মিষ্টি মুহূর্তের সব ছবি। কিন্তু তার মধ্যে হঠাৎ করেই এই 'মিসেস কোহলি' ডাক শুনে অনুষ্কার বিরক্ত প্রকাশ ভক্তদের মনে তাঁদের বিচ্ছেদের ভাবনাকে উসকে দিয়েছে।
View this post on Instagram
সম্প্রতি একটি অনুষ্ঠানের বিরাট-অনুষ্কা কে একসঙ্গে রেড কার্পেতে দেখা গিয়েছিল। তার পরের অনুষ্ঠানেই অনুষ্কা কে একা দেখা যায়। সেখানে অনুষ্কা আসার সঙ্গে সঙ্গে চিত্রগ্রাহকদের চিৎকার শুরু হয়ে যায়। তারা খুব চিৎকার করে তাঁকে অনুষ্কার পরিবর্তে 'মিসেস কোহলি' বলে ডাকতে শুরু করেন। এই প্রবল চিৎকারে অনুষ্কা খুবই বিরক্ত হন।
তিনি বলেন এই অতিরিক্ত চিৎকারের জন্য তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। তাঁর শর্তেও হাসি মুখে ছবি তুলে তিনি সেখান থেকে চলে যান। আসলে 'মিসেস কোহলি' ডাকটির জন্য নয় চিত্রগ্রাহকদের ওই প্রবল চিৎকারের জন্য বিরক্ত হন অনুষ্কা। ফলে এ আশঙ্কা সত্যি নয়। ৫ বছর পরেও যে তাঁদের সম্পর্ক অটুট, তা বোঝা যায় ইনস্টাগ্রামে অনুষ্কার দেওয়া সদ্য তোলা তাঁদের ছবিগুলি থেকে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Virat Kohli