#মুম্বই: করোনার তাণ্ডবে গোটা দেশে এখন লকডাউন ৷ করোনা মোকাবিলায় সাধারণ থেকে সেলেব সবাই ঘরবন্দি৷ আর এই ঘরবন্দি দশায় সব সেলেবই নিজের মতো করে সময় কাটাতে ব্যস্ত ৷ কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ রান্না ঘরছেন ৷ তবে বলিউডের হট কপল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি কিন্তু লকডাউনে আদর-আবদারের বাইরে খেলছেন ক্রিকেট !
হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হল যেখানে দেখা গেল বাড়ির ছাদের ওপর উঠে ক্রিকেট খেলায় মত্ত হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ ভিডিওতে দেখা গেল বিরাটের হাতে ব্যাট আর বলিং করছেন অনুষ্কা ৷
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অনুষ্কা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাললোক’ ৷ ‘পাতাললোক’ মুক্তির দিনই নিজেদের ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন বিরাট ও অনুষ্কা ৷ দু’জনেই যে দু’জনের কেরিয়ার বা পেশাকে সম্মান জানান, তা কিন্তু বারে বারে প্রমাণ করেছেন এই দম্পতি ৷ আর তাই তো সেলেব জুটির মধ্যে সবচেয়ে হিট বিরুষ্কা ৷
দেখুন অনুষ্কা-বিরাটের ক্রিকেট খেলার ভিডিও---
View this post on InstagramSome cricket practice ❤️😍 #LockdownLife #ViratKohli #anushkasharma #mumbai #Weekend #manavmanglani
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Bollywood, Cricket, Video, Viral Video, Virat Kohli