#মুম্বই: বৃহস্পতিবার সকালে গোটা দেশ তোলপাড় করে দেয় বিরুষ্কার বিরাট ট্যুইট ৷ বিয়ের তিন বছরের মাথায় বিরাট-অনুষ্কার দুই থেকে তিন হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল ৷ সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা-বিরাট দম্পতি। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দু'জনেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করেছেন। তাঁরা জানাচ্ছেন জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের তৃতীয় সদস্য।
একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় বিরুস্কার সন্তানকে নিয়ে তুমুল হইচই ৷ তেমনি বিরুস্কার সন্তান ও তৈমুরকে নিয়ে নতুন খিল্লি শুরু নেটিজেনদের ৷#taimur to baby pic.twitter.com/b3LQNi0bhN
— Shubham👀🌚 (@Shubh__142) August 12, 2020
#AnushkaSharma #ViratKohli After getting to know about hardik's kid, his upcoming sibling and now virat's kid Taimur: pic.twitter.com/f3vLhLqy2b
— PAC-MAN (@being__paranoid) August 27, 2020
*After Knowing the news about Virat Kohli and Anushka*
Jealous #Taimur:- pic.twitter.com/8VtWqvaQYr — Sarcasto (@Sarco69) August 27, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood