হোম /খবর /বিনোদন /
#IPL2020: খেলার মাঠে কমলা পোশাকে বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন অনুষ্কা

#IPL2020: খেলার মাঠে কমলা পোশাকে বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন অনুষ্কা, চাহালের হবু স্ত্রীর সঙ্গে স্টেডিয়াম কাঁপিয়েছেন বিরাট পত্নী

অনুষ্কা শর্মা ও ধনশ্রী বর্মা ৷ Photo Credit- @dhanashree9/Instagram).

অনুষ্কা শর্মা ও ধনশ্রী বর্মা ৷ Photo Credit- @dhanashree9/Instagram).

ছবিতে ফুটে উঠেছে অনুষ্কার বেবি বাম্প

  • Last Updated :
  • Share this:

#দুবাই: এখন সারা বিশ্বই কাঁপাচ্ছে আইপিএল ৷ তবে এইবারের আইপিএলের আসর বসেছে ইউএই-তে দুবাই, শারজা, আবুধাবির মত দারুণ শহরে ত্রয়োদশতম এই কোটিপতি লিগের আসর বসেছে ৷ ম্যাচের মাঝে বলিউডের গ্ল্যামার প্রায়ই দেখতে পাওয়া যায় প্রায়ই ৷ মুম্বই-কলকাতা ম্যাচে গোটা স্টেডিয়াম কাঁপিয়েছিলেন শাহরুখ কন্যা সুহানা সেই থেকেই সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছেন ৷ অন্যদিকে অনুষ্কা শর্মাও কম নন ৷ অনুষ্কার সুন্দর ও মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ছবিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট ৷ এই ছবিতে অনুষ্কাকে দারুণ লাগছে, ছবিটি যজুবেন্দ্র চাহলের বাকদত্তা ধনশ্রী বর্মা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷

View this post on Instagram

Happy people Sharing some happy moments from my first match Congratulations to the team @royalchallengersbangalore

A post shared by Dhanashree Verma (@dhanashree9) on

শনিবার দুপুরে আরসিবি ও রাজস্থান রয়্যালসের মধ্যে দুর্দান্ত ম্যাচ হয়েছে ৷ এরই মাঝে অনুষ্কা শর্মা ও ধনশ্রী বর্মার তাঁদের সঙ্গীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন ৷ কমলা রঙের পোশাকে ঝড় তুলেছেন বিরাট পত্নী ৷ ছবিতে পার্থিব পটেল-সহ বেশ কিছু ক্রিকেটারকে দেখতে পায়া গিয়েছে ৷ ছবির মধ্যে একটা আলাদা আবেদন রয়েছে ৷ ছবির বিশেষত্ব এটাই যে ছবিতে সবাই হাস্যমুখে রয়েছেন ৷ ছবি শেয়ার করে ধনশ্রী লিখেছেন হ্যাপ্পি লোগ অর্থাৎ সুখী মানুষ ৷

ম্যাচের আগে বেশ কিছুটা আনন্দের মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার লেন্সে দলকে শুভেচ্ছা জানিয়ে মনোবল বাড়িয়েছেন তাঁরা ৷ এই ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালোর ৷ ধনশ্রীর শেয়ার করা ছবিই এখন সোশ্যাল মিডিয়ার হটকেক ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Anushka Shrama, IPL 2020