#মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জয়ী হওয়ার পরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁর স্বামী ও টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলিকে অভিনন্দন জানিয়েছেন ৷ ভারত দ্বিতীয় একদিনের টি ২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৷ এর আগে ক্যানবেরায় অনুষ্ঠিত টি ২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে ৷ এরই সঙ্গে একদিনের ম্যাচের সিরিজে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল ৷
ভারতীয় দলের সিরিজ জয়ের পরে অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন ৷ লিখেছেন অভিনন্দন আমার ভালবাসা এরই সঙ্গে একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি ৷ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ৮ ডিসেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ টি ২০ সিরিজের পরে ৪ টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্যে ৷ টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর থেকেই ৷ অ্যাডিলেডে ম্যাচ দিয়েই সিরিজের শুভ সূচনা হবে ৷
২০২১-এর জানুয়ারিতে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা শর্মা ফলত এখন তিনি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছেন ৷ প্রথম সন্তানের জন্মের আগে বিরাট কোহলি প্যাটারনিটি লিভ বা পিতৃত্বকালীন ছুটি নিতে ইচ্ছাপ্রকাশ করেছেন যা মঞ্জুর করেছে বিসিসিআইও ৷ এখন বিরুষ্কা প্রহর গুনছেন কবে ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma