corona virus btn
corona virus btn
Loading

‘মাই ট্রু লাভ!’ বিরাটের জন্মদিনে অনুষ্কার আদর মাখানো পোস্ট

‘মাই ট্রু লাভ!’ বিরাটের জন্মদিনে অনুষ্কার আদর মাখানো পোস্ট

৫ নভেন্বর ৩১ -এ পা দিয়েছেন বিরাট কোহলি ৷ আর তাই তো খেলার মাঠ ছেড়ে জন্মদিনে শুধু স্ত্রী অনুষ্কাকে সময় দিয়েছেন বিরাট ৷ সেই কারণেই মুম্বই ছেড়ে সোজা ভুটান পাড়ি অনুষ্কা-বিরাটের !

  • Share this:

#মুম্বই: ৫ নভেন্বর ৩১ -এ পা দিয়েছেন বিরাট কোহলি ৷ আর তাই তো খেলার মাঠ ছেড়ে জন্মদিনে শুধু স্ত্রী অনুষ্কাকে সময় দিয়েছেন বিরাট ৷ সেই কারণেই মুম্বই ছেড়ে সোজা ভুটান পাড়ি অনুষ্কা-বিরাটের !

ভুটানে পৌঁছেই অনুষ্কা ঝট করে আপলোড করে ফেলেছেন ছবি ৷ ছবিতে দেখা গিয়েছে ভুটানের এক মনেস্ট্রির সামনে ঘুরছেন দু’জনে ৷ ভক্তরা এসে হাত মেলাচ্ছেন এই সেলেব্রিটি দম্পতির সঙ্গে ৷ শুধু তাই নয়, অনুষ্কা শেয়ার করেছেন থিম্পুর জনপ্রিয় মার্কেটের ছবিও ৷

তবে সেখানেই শেষ নয়, বিরাটের জন্মদিনে ইনস্টাগ্রামে বহু ছবি আপলোড করেছেন অনুষ্কা ৷ যেখানে বিরাটের প্রতি নিজের ভালবাসাকে উজাড় করে দিয়েছেন অনুষ্কা শর্মা৷

ট্যুইটারে নতুন ছবি পোস্ট করে অনুষ্কা লিখলেন, ‘আমার আর্শিবাদ, আমার কনফিডেন্ট, আমার সত্যিকারের ভালোবাসা ! তোমার সারাজীবন আলোকিত হয়ে উঠুক ৷’

খেলার বাইরে বরাবরই বিরাট ব্যক্তিগত জীবনের জন্য অনেকটা সময় কাটান ৷ আর সে ব্যাপারে শুধুই সঙ্গে থাকে তাঁর স্ত্রী অনুষ্কা ৷ সুযোগ পেলেই অনুষ্কা সঙ্গে নিয়ে ঘুরতেও বেরিয়ে পড়েন বিরাট৷ কখনও কেপটাউন, কখনও মালদ্বীপ ৷ আর এবার ভুটান ! তবে এবারের জার্নিটা অনেকটাই স্পেশাল৷ জানা গিয়েছে, ৩১-এর জন্মদিনটাতে বিরাট কাটাতে চান পাহাড় ঘেরা উপত্যকাতেই ৷ পাশে শুধু থাকবেন স্ত্রী অনুষ্কা ৷

First published: November 5, 2019, 10:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर