Home /News /entertainment /
ভেজা ঠোঁটে উষ্ণ চুমু ! নায়ক-নায়িকার হানিমুনের ছবি ভাইরাল

ভেজা ঠোঁটে উষ্ণ চুমু ! নায়ক-নায়িকার হানিমুনের ছবি ভাইরাল

পুরো ফেভিকলে ঠাঁসা ৷ হাওয়া গলে যাওয়ার জায়গাও নেই ৷ ঠিক এইভাবেই স্ত্রী নন্দিতার ঠোঁটে ঠোঁট রাখলেন স্বামী অনুরাগ৷

 • Share this:

  #মুম্বই: পুরো ফেভিকলে ঠাঁসা ৷ হাওয়া গলে যাওয়ার জায়গাও নেই ৷ ঠিক এইভাবেই স্ত্রী নন্দিতার ঠোঁটে ঠোঁট রাখলেন স্বামী অনুরাগ৷

  তা এই অনুরাগ ও নন্দিতা কে? হঠাৎ তাঁদের চুমু কেন ভাইরাল?

  যাঁরা নিয়মিত টেলিভিশনে চোখ রাখেন, তাঁদের কাছে এই দুটো নাম অচেনা নয়৷ জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ থেকেই সবার নজরে এসেছিল মিষ্টি এই কপল ৷ তারপর একের পর ধারাবাহিক৷ ধারাবাহিকের মাঝেই প্রেমে পড়লেন অনুরাগ ও নন্দিতা ৷

  কিছুদিন আগেই বিয়ে করেছেন অনুরাগ ও নন্দিতা ৷ তাঁদের বিয়ের ছবি ফ্যানেরা দারুণ পছন্দ করেছিল ৷ আর এবার তাঁদের হানিমুনের ছবিও হল ভাইরাল ৷ বলা ভালো এক চুমুতেই ভাইরাল হলেন অনুরাগ ও নন্দিতা ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Anurag Sharma, Honeymoon, Kiss, Liplock, News, Viral

  পরবর্তী খবর