Home /News /entertainment /
ক্রিসমাস ট্রিয়ের সামনে বয়ফ্রেন্ডের ঠোঁটে ঠোঁট রাখলেন আলিয়া ! মিষ্টি ছবি ভাইরাল

ক্রিসমাস ট্রিয়ের সামনে বয়ফ্রেন্ডের ঠোঁটে ঠোঁট রাখলেন আলিয়া ! মিষ্টি ছবি ভাইরাল

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: প্রথমেই বলে রাখি ৷ এ কাব্য মোটেই আলিয়া ভাটকে নিয়ে নয়, বরং এই গল্প আলিয়া কাশ্যপকে নিয়ে ৷ আলিয়া কাশ্যপ? আরে এই আলিয়া হলো পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে ৷ যাঁর এখনও বলিউড এন্ট্রি ঘটেনি ৷ কিন্তু তার আগেই আলিয়া কাশ্যপ সোশ্যাল মিডিয়ার হাত ধরে দারুণ ভাইরাল ! তা সেই আলিয়া এবার করলেন কী?গপ্পোটা হলো, প্রথম থেকে আলিয়া তাঁর সোশ্যাল নেটওয়ার্কে দারুণ বিন্দাস ৷ সবই প্রায় খুল্লামখুল্লা শেয়ার করে থাকেন ৷ এমনকী, প্রেমের ব্যাপারটা নিয়েও বেশ খোলাখুলি কথা বলেন আলিয়া ৷ আর সেই খোলাখুলি স্বভাবের হওয়ার জন্যই আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করে ফেললেন ঠোঁটঠাসা চুমুর ছবি ! হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ বয়ফ্রেন্ডের ঠোঁটে ঠোঁট রাখা ছবি বিন্দাস হয়ে ইনস্টাগ্রামে আপলোড করে ফেলেছেন আলিয়া কাশ্যপ ৷

আলিয়ার আপলোড করা ছবিতে দেখা গিয়েছে, সুন্দর করে সাজানো এক ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে বয়ফ্রেন্ড শেন গ্রিগোরির ঠোঁটে ঠোঁট রেখেছেন আলিয়া ৷ যাকে বলে লিপলক, ঠোঁট ঠাসা চুমু !ইতিমধ্যেই আলিয়ার এই ছবি দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ! যা দেখে নেটিজেনরা কেউ কেউ ভালোও বলছেন, কেউ কেউ আবার দুষছেন আলিয়ার বাবা অনুরাগ কাশ্যপকে ৷

তবে সেই যাই হোক, ডিসেম্বরের ঠান্ডায় এই উষ্ণ ছবি কিন্তু মন ভালো করে দেয় ৷

Published by:Akash Misra
First published: