হোম /খবর /বিনোদন /
করোনা আক্রান্ত অনুপম খেরের মা-সহ পরিবারের ৪ জন !

করোনা আক্রান্ত অনুপম খেরের মা-সহ পরিবারের ৪ জন !

করোনায় আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের মা

  • Last Updated :
  • Share this:

#মু্ম্বই: করোনায় আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের মা ৷ ট্যুইটারে একটি ভিডিও আপলোড করে নিজেই এই খবর জানালেন অনুপম ৷ সঙ্গে জানালেন, শুধু তাঁর মা নয় করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী ও তাঁর ভাইঝি ৷ তবে সবারই করোনা উপসর্গ রয়েছে কম ৷

ট্যুইটারে অভিনেতা অনুপম জানিয়েছেন, তাঁর মাকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে ৷ এমনকী, তিনি জানিয়েছেন, তাঁরও করোনা টেস্ট হয়েছে ৷ তবে তাঁর রেজাল্ট নেগেটিভ ৷https://twitter.com/AnupamPKher/status/1282181222467162118শনিবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ৷ এখন তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ বচ্চন পরিবারের বাংলো জলসাকেও সিল করা হয়েছে ইতিমধ্যে ৷
Published by:Akash Misra
First published:

Tags: Anupam kher, Coronavirus