Home /News /entertainment /
সুশান্তের মৃত্যু যন্ত্রণা মেনে নিতে না পেরে হতাশায় আরও এক আত্মহত্যা, সুইসাইড নোটে যা লেখা...

সুশান্তের মৃত্যু যন্ত্রণা মেনে নিতে না পেরে হতাশায় আরও এক আত্মহত্যা, সুইসাইড নোটে যা লেখা...

Representative Image

Representative Image

তার মধ্যে আজ, ২৪ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারা৷ শেষবারের জন্য তাঁকে ছবিতে দেখতে পারবেন দর্শকরা৷ কিন্তু এরই মধ্যে এল আরও একটি খারাপ খবর৷

 • Share this:

  #মুম্বই: এক মাসের ওপর হয়ে গিয়েছে সুশান্তের মৃত্যুর৷ তবে এখনও যেন সেই শোক ভোলা যাচ্ছে না৷ এখনও অনেক ভক্ত মানতে পারছেন না সুশান্তের মৃত্যুর ঘটনা৷ তার মধ্যে আজ, ২৪ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারা৷ শেষবারের জন্য তাঁকে ছবিতে দেখতে পারবেন দর্শকরা৷ কিন্তু এরই মধ্যে এল আরও একটি খারাপ খবর৷ আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটল৷ সুশান্তের আকস্মিক মৃত্যুর দুঃখ সহ্য করতে না পেরে ফের আত্মহত্যা করল তাঁরই এক ভক্ত৷ এবার ১৩ বছরের এক নাবালিকা শেষ করে দিল তার জীবন! বুধবার রাতে ছত্তীশগড়ের দুর্গ জেলায় এই দুর্ঘটনা ঘটে৷ ৭ম শ্রেণীর ছাত্রী ছিল সুশান্তের খুবই বড় ভক্ত, জানিয়েছে পরিবার৷

  মেয়েটির মৃত্যুর কথা বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে যে, যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন একাই ছিল সে৷ বাড়ির বাইরে ছিলেন তার বাবা-মা৷ তারা ফিরে এসে দেখেন যে ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ৷ পিছন থেকে বাড়ির ভিতরে ঢোকেন মেয়েটির বাবা৷ এবং ঢুকেই দেখেন মেয়ের ঝুলন্ত দেহ!

  পুলিশ জানিয়েছে যে, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ সেখানে লেখা রয়েছে যে, সুশান্তের মৃত্যু মানতে না পেরে এভাবে জীবন শেষ করছি...এবং সুশান্ত আত্মহত্যা করেছে বলেই এই পথও সেই মেয়েটি বেছে নিয়েছে বলে সে জানিয়ে গিয়েছে এই নোটে৷

  সুশান্তের খুব বড় ভক্ত ছিল তার মেয়ে এবং সুশান্তের মৃত্যুর পর থেকেই খুবই দুঃখি ছিল সে৷ স্থানীয় সংবাদমাধ্যমে এমনই জানায় মেয়েটির বাবা৷ নায়কের মৃত্যুর পর থেকে সারাক্ষণই সুশান্তের ছবির গান দেখত সে এবং শুনত সব গান৷ যদিও আত্মহত্যার ঘটনার তদন্ত করবে পুলিশ৷ এই নিয়ে সুশান্তের মৃত্যুর পর তাঁর ৪ জন ভক্ত আত্মহত্যা করল৷ এর আগে ১২ বছরের, ক্লাস ৬-এর এক ভক্ত আত্মহত্যা করে৷ সেও টিভিতে সুশান্তের মৃত্যুর খবর দেখত সারাদিন৷ তারপরই এই চরম পদক্ষেপ নেয় সে৷ ওড়িশার এক নাবালিকাও সুশান্তের মৃত্যুর পর আত্মহত্যা করে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Suicide, Sushant singh Rajput

  পরবর্তী খবর