#কলকাতা: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷ তবে টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অঙ্কুশ কিন্তু একেবারেই এসবে নেই ৷ বরং এই সময়ও নিজেকে ফিট রাখতে দারুণণ ব্যস্ত নায়ক ৷ আর এ ব্যাপারে সঙ্গী তাঁর বান্ধবী ও অভিনেত্রী ঐন্দ্রিলা !
ঘরবন্দি দশায় এমনই এক ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ ৷ যেখানে দেখা গেল ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে জিমে কসরৎ করছেন অঙ্কুশ ৷ সেই ভিডিও শেয়ার করে অঙ্কুশ লিখলেন, ‘স্বাস্থ্যের সঙ্গে কোনও সমঝোতা এই সময়ও নিজেকে ফিট রাখতে হবে ৷’
দেখুন অঙ্কুশ-ঐন্দ্রিলার জিমের ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankush Hazra, Tollywood