#কলকাতা: বিশ নয়, এ যেন বিষ বছর ৷ করোনার দাপটে এই বিশ বিষের বছরের শেষ দোড় গড়ায় ৷ নতুন বছরকে দারুণ এবং সুস্থ ভাবে আগমণ জানানোর জন্য তৈরি গোটা বিশ্ব ৷ তবে এরই মাঝে দীর্ঘদিন লকডাউনে আটকে থেকে বিরক্ত, মানসিক দিক থেকে বিপর্যস্ত মানুষজন এখন টুকটাক বেড়িয়ে পড়ছেন ঘুরতে ৷ তবে হ্যাঁ, করোনা বিধি মেনে তো অবশ্যই !
টলিউড থেকে সোজা শিমলাতে পৌঁছে গেলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷ শিমলা এখন জমে কুলফি ৷ সদ্য আজকে তুষারপাত হয়েছে ৷ এরই মাঝে শিমলায় জমজমাট ঠান্ডায় প্রেমের উষ্ণতা খুঁজে পেলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷View this post on Instagram
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankush Hazra, Tollywood