#কলকাতা: টলিউডের হ্যান্ডসাম, হাঙ্ক নায়কের তালিকায় প্রথম দিকেই পড়বেন অঙ্কুশ ৷ তাঁর মিষ্টি স্বভাবের জন্য, নিজস্ব এক ফ্যান ফলোয়িংও রয়েছে ৷ তার ওপর সোশ্যাল নেটওয়ার্কে দারুণ অ্যাক্টিভ অঙ্কুশ ৷ এই গোটা লকডাউনটায় তো ইনস্টাগ্রাম দারুণ দারুণ ভিডিও দিয়ে ফ্যানেদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অঙ্কুশ ৷
পুজো কেটে গিয়েছে ৷ করোনা আবহে এবারের পুজো একেবারেই অন্যরকম ৷ বেশিরভাগ সেলেব ও সাধারণ মানুষ বাড়িতে বসেই এবারের পুজোকে উপভোগ করেছেন ৷ যার মধ্যে একজন হলেন অঙ্কুশ ৷ খানা-পিনা আড্ডা বেশিরভাগটাই তাঁর বাড়িতে বসেই ৷
পুজো শেষ, তাই এবার জিমে গেলেন অঙ্কুশ ৷ আর সেই জিমের এক ভিডিওই টুক করে ভাইরাল হয়ে গেল ইনস্টাগ্রামে ৷
তা কী রয়েছে এই ভিডিওতে?
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে জিমের ফ্লোরে বসে আছেন অঙ্কুশ ৷ আর তার পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন অঙ্কুশের জিম ইনস্ট্রাকটর ৷ অঙ্কুশ কাঁদো কাঁদো গলায় চিৎকার করে বলছেন, ‘ছেড়ে দাও, আমি আর করব না ৷ ’ কিন্তু জিমের মাস্টারমশাই একেবারে নাছোড়বান্দা ! ব্যায়াম তাঁকে করাবেনই !
আসলে, পুজোর মধ্যে প্রায় সবাই জব্বর খাওয়া-দাওয়া করেছেন ৷ তাই শরীরচর্চা না করলে, কী আর চলবে ৷ অঙ্কুশের জিম ইনস্ট্রাকটর রীতিমতো কড়া হয়ে অঙ্কুশকে ধমকই দিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video