#কলকাতা: বিশ নয়, এ যেন বিষ বছর ৷ করোনার দাপটে এই বিশ বিষের বছরের শেষ দোড় গড়ায় ৷ নতুন বছরকে দারুণ এবং সুস্থ ভাবে আগমণ জানানোর জন্য তৈরি গোটা বিশ্ব ৷ তবে এরই মাঝে দীর্ঘদিন লকডাউনে আটকে থেকে বিরক্ত, মানসিক দিক থেকে বিপর্যস্ত মানুষজন এখন টুকটাক বেড়িয়ে পড়ছেন ঘুরতে ৷ তবে হ্যাঁ, করোনা বিধি মেনে তো অবশ্যই !
টলিউড থেকে সোজা শিমলাতে পৌঁছে গেলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷ শিমলা এখন জমে কুলফি ৷ সদ্য আজকে তুষারপাত হয়েছে ৷ এরই মাঝে শিমলায় জমজমাট ঠান্ডায় প্রেমের উষ্ণতা খুঁজে পেলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷
তাঁদের ইনস্টাগ্রামে উঁকি মারুন ! দেখবেন অঙ্কুশ- ঐন্দ্রিলার লাভ ইন শিমলার ছবি আপনার মন ভালো করে দেবে ৷ বরফ ঘেরা রাজ্য থেকে অঙ্কুশ তাঁর ভক্তদের জন্য লাইভও করলেন৷ লাইভে ছিলেন ঐন্দ্রিলাও ৷
শিমলায় যে তাঁরা দু’জনে দারুণ আনন্দ করছেন, তা প্রতিটা সময় বুঝিয়ে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷ বরফ ঘেরা শিমলা থেকে তাই নানারকম ছবিও আপলোড করছেন তাঁরা ৷
View this post on Instagram
এই যেমন সকাল সকালই ইনস্টাগ্রামে অঙ্কুশ শেয়ার করলেন ঐন্দ্রিলার সঙ্গে এক রোমান্টিক ছবি ৷ যেখানে দেখা গেল বরফের মাঝে ঐন্দ্রিলাকে কোলে নিয়ে দাঁড়িয়ে অঙ্কুশ ৷ ছবি শেয়ার করে অঙ্কুশ লিখলেন, ‘গুজমর্নিং অল’ ৷ ইতিমধ্যেই ছবিটি দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !
বহুদিন ধরেই প্রেমের বন্ধনে নিজেদের বেঁধে ফেলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷ সামনেই বিয়ে ৷ নতুন গাড়ি কিনেছেন, নতুন বাড়িও ৷ সব মিলিয়ে চুটিয়ে সংসার করার জন্য একেবারে তৈরি এই মিষ্টি জুটি !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ankush Hazra