• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জমজ সন্তানের মুখে ভাত পালন করলেন অঙ্কিতা লোখান্ডে ! সঙ্গে থাকলেন প্রেমিক ভিকি জৈন !

জমজ সন্তানের মুখে ভাত পালন করলেন অঙ্কিতা লোখান্ডে ! সঙ্গে থাকলেন প্রেমিক ভিকি জৈন !

photo source Instagram

photo source Instagram

এই মিষ্টি ভিডিওটি ইনস্টাতে শেয়ার করেছেন অভিনেত্রী।

 • Share this:

  #মুম্বই: অঙ্কিতা লোখান্ডে। বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। বিশেষ করে টেলি জগত দিয়েই কেরিয়ারের শুরু। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁকে প্রথম অভিনয় করতে দেখা গিয়েছিল একতা কাপুর পরিচালিত 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে। এর পর এখান থেকেই সুশান্তের সঙ্গে তাঁর প্রেম। এবং দীর্ঘ সময় পর প্রেম থেকে বিচ্ছেদ। এসব ঘটনা সকলের জানা। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা ফের একবার চর্চায় আসেন। সুশান্তের হয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। কিন্তু সে সব এখন অতীত। অঙ্কিতা এখন ফের ব্যস্ত হয়ে পড়েছেন নিজের বর্তমানে।

  আর সেখানে রয়েছেন তাঁর এখনকার মনের মানুষ ভিকি জৈন । ভিকির সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন অঙ্কিতা। তাঁদের ভালোবাসার ছবি প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। সে সব ছবি ভাইরাল হয় মুহূর্তে। কয়েক দিন আগেই প্রেমিকের সঙ্গে অঙ্কিতার ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করেছেন তাঁর। কিন্তু সুশান্তকে তো অনেক আগেই ছেড়ে ভিকির হাত ধরেছেন তিনি। তাই এসব কথার হয়তো কোনও অর্থ নেই। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

  অঙ্কিতা কয়েকদিন আগে একটি পোস্টে জানিয়েছিলেন তাঁর বাড়িতে নতুন দুই সদস্য এসেছে। নাম আবির ও আবিরা। এই জমজ সন্তানের জন্ম হয়েছে তাঁর পরিবারে। তাঁর কাসিনের সন্তান। সেই বাচ্চাদের আজ মুখে ভাত ছিল। ভিকিকে পাশে নিয়ে অঙ্কিতা আবির ও আবিরার মুখে ভাত পালন করলেন। নিজে হাতে খাইয়ে দিলেন খুদেদের। এই মিষ্টি ভিডিওটি ইনস্টাতে শেয়ার করেছেন অভিনেত্রী। যা ইতিমধ্যে ভাইরাল।

  Published by:Piya Banerjee
  First published: