#মুম্বই: সময় যেন জলের মতো এগিয়ে চলেছে ৷ সুশান্তের মৃত্যুর ২ মাস পড়েও যেন নায়কের প্রয়াণের শোক কাটিয়ে উঠতে পারেনি বলিউড ৷ প্রিয় মানুষের চলে যাওয়ার বেদনা যেন বার বার আঘাত করে চলেছে তাঁকে ৷ তাই তো কাজের ভিড়ে, স্মৃতিতে সব সময়ই উঁকি দিয়ে বেড়াচ্ছেন সুশান্ত ৷
হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ৷ কিছুতেই যেন সুশান্তের এরকম পরিণতি মেনে নিতে পারছেন না তিনি ৷ তাই তো বার বার ফিরে নায়কের স্মৃতি মন্থনে ফিরে ফিরে যাচ্ছেন অঙ্কিতা ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushant singh Rajput