হোম /খবর /বিনোদন /
‘তোমাকে ভুলে যাওয়া অসম্ভব !’ সুশান্তের স্মৃতিতে ভিডিও শেয়ার করলেন অঙ্কিতা

‘তোমাকে ভুলে যাওয়া অসম্ভব !’ সুশান্তের স্মৃতিতে ভিডিও শেয়ার করলেন অঙ্কিতা

হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সময় যেন জলের মতো এগিয়ে চলেছে ৷ সুশান্তের মৃত্যুর ২ মাস পড়েও যেন নায়কের প্রয়াণের শোক কাটিয়ে উঠতে পারেনি বলিউড ৷ প্রিয় মানুষের চলে যাওয়ার বেদনা যেন বার বার আঘাত করে চলেছে তাঁকে ৷ তাই তো কাজের ভিড়ে, স্মৃতিতে সব সময়ই উঁকি দিয়ে বেড়াচ্ছেন সুশান্ত ৷

হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ৷ কিছুতেই যেন সুশান্তের এরকম পরিণতি মেনে নিতে পারছেন না তিনি ৷ তাই তো বার বার ফিরে নায়কের স্মৃতি মন্থনে ফিরে ফিরে যাচ্ছেন অঙ্কিতা ৷এই যেমন সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অঙ্কিতা শেয়ার করলেন একটি ভিডিও ৷ ভিডিওটি আপলোড করে অঙ্কিতা লিখলেন, ‘মিরাকেল ম্যান, উজ্জ্বল আত্মা, অনুপ্রেরণা... তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয় !’সুশান্তের জন্য গোটা বিশ্ব ব্যাপি প্রার্থনার অংশই ছিল অঙ্কিতার এই ভিডিও৷
অন্যদিকে, সুশান্তের মৃত্যুর তদন্তে রোজ রোজ নতুন তথ্য পাচ্ছে পুলিশ৷ সুশান্তের ফ্ল্যাটের কর্মচারী, তাঁর বন্ধু, রিয়া ও রিয়ার পরিবারকেও বার বার জেরা করা হচ্ছে ৷ বলিউডের তাবড় অভিনেতারা সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইকে যুক্ত করার বিষয়ে প্রকাশ্যে এগিয়েও এসেছেন ৷
Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Sushant singh Rajput