Ankita Lokhande:'সিনেমায় সুযোগ পেতে গেলে শুতে হবে, রাজি?', ক্ষোভে ফেটে পড়লেন অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই লাইমলাইটে চলে আসেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই লাইমলাইটে চলে আসেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে

 • Share this:

  #মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই লাইমলাইটে চলে আসেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে! নিত্যদিন দেখা যেত সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য ন্যায় বিচার চেয়ে তিনি গর্জে উঠছেন! একদিকে যখন সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছিল রিয়া চক্রবর্তীকে, গোটা দেশের চোখে তিনিই হয়ে উঠেছিলেন 'সেরা ভিলেইন', ঠিক তখনই আপামর ভারতবাসীর সহানুভূতি ছিল অঙ্কিতার প্রতি। এমনকী তাঁকে সুশান্তের 'বিধবা' আখ্যাও দেওয়া হয়।

  কিন্তু আচমকাই ছন্দপতন! কয়েকটা মাস ঘুরতে না ঘুরতেই জীবনযাপন সম্পূর্ণ বদলিয়ে ফেললেন অঙ্কিতা! তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের চিত্রটাই গেল বদলিয়ে! রাতদিন সেখানে শোভা পেতে শুরু করল তাঁর নাচের ভিডিও, কখনও বা উদ্দাম পার্টির ছবি, কখনও বা প্রেমিক ভিকির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত! আর এতেই মন ভাঙল সুশান্ত অনুরাগীদের! তাঁদের মনে প্রশ্ন আসতে শুরু করল, যে সুশান্তকে তিনি নাকি এত ভালবাসতেন, ব্রেক আপের ৬ বছর পরও যার ছবি বাড়ির দেওয়াল থেকে খুলে ফেলেননি, দরজায় যার নামের নেম-প্লেট আজও বসানো, তাঁর মৃত্যুর কিছুদিনের মধ্যেই তিনি কীভাবে এত আনন্দ ফূর্তিতে মাততে পারলেন? সুশান্তের জন্য তাঁর কান্না কি শুধুই কুমিরের অশ্রু ছিল?

  সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে! জানালেন, দু-দুবার বলিটাউনে কাস্টিং কাউচের কারণে তাঁক ভুগতে হয়েছে! প্রথমবার একদম কেরিয়ারের গোড়ার দিকে! দ্বিতীয়বার, যখন তিনি সিরিয়াল থেকে সিনেমায় আসার চেষ্টা করছিলেন! তাঁর ভাষায়, '' তখন আমার ১৯-২০ বছর বয়স। অডিশন দিতে গিয়েছিলাম। ঘরে একাই ছিলাম। প্রোডাকশনের একজন আমায় বলল, সিনেমায় চান্স পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে! আমিও খুব স্মার্ট, পালটা প্রশ্ন করলাম, '' কীরকম কম্প্রোমাইজ চাইছেন প্রযোজক? আমায় তাঁর সঙ্গে পার্টি বা ডিনারে যেতে হবে? আমায় বলা হল, নাহ! আমায় নাকি প্রযোজকের সঙ্গে শুতে হবে! আমি উত্তর দিয়েছিলাম, আপনাদের প্রযোজক একজন ভাল অভিনেত্রী চান না, একজন শয্যাসঙ্গী চান শুধু!'' আমি সেই অডিশন ছেড়ে বেরিয়ে আসি।'' অঙ্কিতা জানান, দ্বিতীয়বারের ঘটনাটি ঘটেছিল একজন খ্যাতনামা নায়কের সঙ্গে! তখন তিনি সিরিয়ালের প্রতিষ্ঠিত অভিনেত্রী! সিনেমায় ব্রেকের চেষ্টা করছিলেন! সাক্ষাৎকারে সুশান্তের বিরুদ্ধেও অঙ্কিতার ক্ষোভ ফুটে ওঠে। জানান, তিনি সুশান্তকে ছাড়েননি। নিজের কেরিয়ারে আগে যাওয়ার জন্য তাঁকেই ছেড়েছিলেন সুশান্ত।

  Published by:Rukmini Mazumder
  First published: