#মুম্বই: দিনের সবচেয়ে বড় খবর ৷ টানা জেরার পর গ্রেফতার হলেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী ! মঙ্গলবার দুপুর নাগাদ রিয়াকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷
খবর অনুযায়ী, গ্রেফতারের পরে এবার রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয়েছে ৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি ৷ যার ওপর নির্ভর করেই গ্রেফতার করা হয় সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ও অভিনেত্রী রিয়াকে ৷ এর আগে গ্রেফতার করা হয়েছে, রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও ৷
তিনদিন ধরে এনসিবির কড়া জেরার মুখে পড়েছিলেন রিয়া ৷ জেরায় তাঁর উত্তরে একেবারেই সন্তুষ্ট নন অফিসারেরা ৷ তাই আরও কড়া হতে থাকে জেরা ও প্রশ্নবাণ৷ রিয়ার বেশিরভাগ উত্তরেই অসঙ্গতি লক্ষ্য করা যায় ৷ যার ফলে সন্দেহের মাত্রা বেড়ে চলে ৷ অন্যদিকে, জেরার মুখে রিয়ার ভাই ও সুশান্তের পরিচারক দীপেশ আগেই জানিয়ে ছিলেন, রিয়ার সঙ্গে মাদকচক্রের সংযোগ থাকার কথা ৷ এই সবের ওপর নির্ভর করেই নানা অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয় ৷
JUSTICE ⚖️ pic.twitter.com/O5aRCirGPD
— Ankita lokhande (@anky1912) September 8, 2020
রিয়ার গ্রেফতারের ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা ৷ কেউ গ্রেফতারি নিয়ে রিয়ার পাশের দাঁড়াছেন, তবে বেশিরভাগই রিয়া শাস্তি পাওয়ায় খুশি ৷
এই যেমন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা রিয়ার গ্রেফতারির খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দিয়ে বসলেন, রিয়ার নাম না করে, তাঁকে ইঙ্গিত করতেই অঙ্কিতা লিখলেন, ‘জাস্টিস ৷ কোনও কিছুই এমনি হয় না ৷ তুমি যা কাজ করো, তাই তোমার ভাগ্য নির্ধারণ করে ৷ এটাই হল কর্ম ! যেমন কর্ম তেমন ফল’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushant singh Rajput