Home /News /entertainment /
বিয়েবাড়িতে হুল্লোড় নাচের মাঝেই জমিয়ে চুমু খেলেন নায়িকা, রইল ভিডিও...

বিয়েবাড়িতে হুল্লোড় নাচের মাঝেই জমিয়ে চুমু খেলেন নায়িকা, রইল ভিডিও...

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: দীর্ঘদিন হিন্দি টেলিভিশনের পর্দায় তিনি হিট৷ তারপর পা বাড়িয়েছেন বলিউডে৷ এবং জনপ্রিয়তাও পেয়েছেন৷ প্রাক্তন প্রেমিককে নিয়ে অনেকবারই চর্চায় উঠে এসেছে তার নাম৷ তবে জীবন তো আর থেমে থাকে না৷ অতীত ভুলে তিনিও এগিয়ে চলেছেন৷ একের পর এক করছেন৷ আর এই নায়িকাকেই দেখা গেল বিয়েবাড়িতে বর্তমান প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে৷

  এই নায়িকা অঙ্কিতা লোখন্ডে৷ তার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুত৷ তবে সে পর্ব এখন অতীত৷ পুরনো কাসুন্দিও আর ঘাটতে চান না অঙ্কিতা৷ পবিত্র রিস্তা ধারাবাহিকের হাত ধরেই তার জনপ্রিয়তা৷ এরপর কিছুটা বেশি সময় নিলেও, বলিউডে পা রেখেছেন তিনি৷ মণিকর্ণিকা ছবিতে কঙ্গণার পাশে দেখা গিয়েছে তাকে৷

  আরও পড়ুন বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম চুমু স্মরণীয় কারণ, দেখে ফেলেছিলেন বাবা, স্মৃতিচারণা সানি লিওনের

  আপাতত অঙ্কিতা নিজের সাকসেস উপভোগ করছেন বলিউডে৷ তার পাশে রয়েছে তার পরিবার ও প্রেমিক ভিকি জৈন৷ ভিকির সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে বেশ বিন্দাস মুডে ছিলেন তিনি৷ নাচছিলেন এবং তার মাঝেই ভিকিকে খেলেন চুমু৷ ব্যাস ভিডিওটি ভাইরাল হল মুহূর্তে৷

  View this post on Instagram

  @lokhandeankita dancing with boyfriend Vicky at a wedding #ankitalokhande #vickyjain #arjunbijlani

  A post shared by It's TV Time (@shiningbollywood) on

  First published:

  Tags: Ankita Lokhande, TV Actress