#কলকাতা: এই নতুন বছরে একেবারে অন্য ভাবে নিজেদের মানসিকতা তৈরি করে ফেলেছি আমরা। অভ্যস্ত হয়ে গেছি সাবধানতা অবলম্বনে। তাই সবকিছুই যখন দিব্য চলছে তখন ছবি দেখা বাদ কেন?
ঠিক সেই কারণেই এবারে ভ্যালেনটাইন ডে উপলক্ষে মিষ্টি প্রেমের নতুন ছবি দর্শকদের জন্য আন্তে চলেছে ভেঙ্কটেশ ফিল্মস। অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত 'প্রেম টেম' মুক্তি পাচ্ছে এই বছরের ফেব্রুয়ারিতেই।
আগেই এই ছবির ট্রেলার সামনে এসেছিল।এইবারে সামনে এলো ছবির প্রথম গান।
এই গানের এক দারুন চমক হল এই গানটি গেয়েছেন বাংলাদেশের অতি জনপ্রিয় গায়ক মাহাতিম শাকিব। ভারতে এই তাঁর প্রথম কাজ। প্রথম কাজ ভেঙ্কটেশের হাত ধরে করতে পেরে শাকিব বেশ আপ্লুত।
'''তাঁকে অল্প কাছে ডাকছি' গানটি গাইতে পেরে আমি খুবই খুশি। এটা ভারতে আমার প্রথম কাজ। এস ভি এফ এর সঙ্গে এই কাজ দিয়েই শুরু করলাম।গানের কথা ও সুর এতো ভালো যে গানটি এমনিতেই অসাধারণ হতে বাধ্য।
মেলোডি এবং প্রেমের গান হিসেবে দর্শক এই গানটিকে ভীষণ পছন্দ করেবেন আমি নিশ্চিত"। জানান শাকিব।
ইয়ং কলেজ প্রেম বা টিনেজ লভ এর ছবি আগেও বানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।এই বার সেরকমই একটি ত্রিকোণ প্রেম ভ্যালেনটাইন ডে'তে সকলের জন্য উপহার রইলো পরিচালকের পক্ষ থেকে।আপনাদের জন্য রইলো ছবির সেই গান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Valentines day