• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মেয়ের বিয়েতে এই গানেই নাচবেন অনিল কাপুর, চলছে মহড়া

মেয়ের বিয়েতে এই গানেই নাচবেন অনিল কাপুর, চলছে মহড়া

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

কাপুর পরিবারে তুমুল ব্যস্ততা ৷ চলছে লাস্ট মিনিটের গোছানো ৷ গোটা কাপুর পরিবার এক হয়েছেন সোনম ও আনন্দ আহুজার বিয়েতে ৷

 • Share this:

  #মুম্বই: কাপুর পরিবারে তুমুল ব্যস্ততা ৷ চলছে লাস্ট মিনিটের গোছানো ৷ গোটা কাপুর পরিবার এক হয়েছেন সোনম ও আনন্দ আহুজার বিয়েতে ৷ অন্যদিকে অনিল কাপুর কিন্তু দিব্য নেচে বেড়াচ্ছেন৷ তাকাচ্ছেন না কোনও দিকেই !

  আরও পড়ুন 
  এই নভেম্বরেই কি বিয়ে করছেন রণবীর-দীপিকা ?

  ব্যাপারটা হল, সোনমের সঙ্গীত অনুষ্ঠানে একাই নাচ করবেন বলে ঠিক করেছেন অনিল কাপুর ৷ আর যে কোনও গানে নয়, নিজের নাচের জন্য নিজেই গান ঠিক করেছেন তিনি ৷

  আরও পড়ুন 
  ১৯০ কোটি টাকায় বিক্রি হল সলমনের ‘রেস থ্রি’

  সোনমের পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিল নাকি নাচতে চলেছেন ‘রাম-লক্ষণ’ ছবির জনপ্রিয় গান ‘মাই নেম ইজ লক্ষণ’-এর সঙ্গে ৷ আর এই গানেই নাচের মহড়ায় বেশ ব্যস্ত অনিল কাপুর ৷

  First published: