• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • গুরুতর অসুস্থ অনিল কাপুর ! চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে

গুরুতর অসুস্থ অনিল কাপুর ! চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে

 • Share this:

  #মুম্বই: সামনেই মুক্তি নতুন ছবি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’৷ ইতিমধ্যে সামনে এসেছে, অনিলের আরেকটি ছবি ‘টোটাল ধামাল’-এর ট্রেলারও ৷ তবে এরই মাঝে নিজেই অনিল জানালেন অসুস্থতার কথা ৷

  সম্প্রতি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’র প্রোমোশনে এসে অনিল কাপুর জানালেন, ‘আমার ডান কাঁধের জয়েন্ট একটু সমস্যা দেখা দিয়েছে ৷ প্রচণ্ড ব্যথা ৷ হাত নাড়াতে পারছি না ৷ তাই কিছুদিনের জন্য বলিউড থেকে ছুটি নিচ্ছি ৷ চিকিৎসার জন্য জার্মানি উড়ে যাচ্ছি ৷ এপ্রিল মাস থেকে আমার চিকিৎসা শুরু হবে ৷ ’

  অনিল কাপুর জানিয়েছেন, তাঁর এই রোগের নাম ‘ক্যালসিফিকেশন অফ সোল্ডার’ ৷

  ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে সোনম কাপুরের বাবার চরিত্রেই দেখা অনিল কাপুরকে ৷ এই প্রথম বাবার সঙ্গে সিনেমায় কাজ করছেন সোনম ৷

  First published: