Home /News /entertainment /
কে সলমন ? ওর পোস্ট আমার ট্যুইটর থেকে মুছুন, প্রকাশ্যে চরম ক্ষোভ বলি-গায়িকার...

কে সলমন ? ওর পোস্ট আমার ট্যুইটর থেকে মুছুন, প্রকাশ্যে চরম ক্ষোভ বলি-গায়িকার...

Photo Collected

Photo Collected

 • Share this:

  #মুম্বই: এই লোকটি আমার চেনা নয়, কেন এর পোস্ট আমার টাইমলাইনে আসছে ? সলমনের একটি লেখা নিয়ে এমনই প্রতিক্রিয়া বলি গায়িকার ৷  ট্যুইটারে এমনই প্রশ্ন তুলেছেন তিনি ৷ সলমনের একটি পোস্ট তাঁর ট্যুইটার টাইমলাইনে আসা মাত্রই এমন লিখেছেন তিনি ৷ এমনকী তাঁর অ্যাকাউন্ট থেকে সলমনের এই পোস্ট মুছে ফেলা হোক, এমনই দাবি জানালেন তিনি ৷ উল্লেখ্য এই বলি-গায়িকাই অনু মালিক, কৈলাশ খেরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন ৷

  বলি গায়িকা সোনা মহাপাত্র ৷ এবার সমলন নিয়ে মুখ খুললেন তিনি ৷ সলমনের নতুন ছবি ভরতের শ্যুট শেষে ৷ সেই নিয়েই একটি পোস্ট করা হয় ৷ যেটি তার ট্যুইটারেও উঠে আসে ৷ এতেই বেশ চটেছেন গায়িকা ৷ একেবারে খুল্লমখুল্লা সলমনের পোস্ট সরানোর কথাই বলে বসলেন প্রকাশ্যে ৷ যেই সুপার হিরোকে বেশ সমীহ করে চলেন ইন্ডাস্ট্রির সকলে, সেই সলমন খানকে একহাত নিলেন তিনি ৷ সোনা যে যথেষ্ট সাহসী সেটা আগেই বোঝা গিয়েছিল ৷

  আরও পড়ুনএ কেমন রবীন্দ্রসঙ্গীত গাইলেন ইন্দ্রাণী হালদার, সোশ্যাল মিডিয়ায় হলেন ট্রোলড !

  এর আগে অনু মালিক ও কৈলাশ খেরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তিনি ৷ এমনকি কৃষ্ণসার হরিণের মামলায় বেকসুর খালাস হওয়ার সময়ও সলমন খানকে কটাক্ষ করেছিলেন তিনি ৷ গায়িকার মতে সলমন নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেও বুক ফুলিয়ে ঘুরতে থাকেন সমাজে ৷ সলমনের বিরুদ্ধে এমন কথা বলার ফলে সলমন ভক্তদের বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে সোনা মহাপাত্রকেও ৷

  First published:

  Tags: Bollywood Singer, Salman Khan, Sona Mohapatra

  পরবর্তী খবর